২০শে জুন (রবিবার) বিশ্ব বাবা দিবস। প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার এই দিবসটি পালন করা হয়। বাবা সন্তানের জন্য এক আদর্শের নাম। কারো কাছে অনুপ্রেরণা। আবার কারো কাছে গর্ব। সব মিলিয়ে আমাদের জীবনের সব জায়গাজুড়ে থাকেন বাবা। প্রিয় বাবা কে বিশেষভাবে একটা দিন খুশি করার জন্য বাবা দিবসে তা বহিপ্রকাশ উপলক্ষ মাত্র। যারা বাবাকে হারিয়েছেন তাদের জন্যও দিনটি সমান গুরুত্বপূর্ণ। এই দিনে তারা মন থেকে বিশেষভাবে বাবাকে স্মরণ করেন। কেউবা মনের জানালায় বাবার স্মৃতির ক্যানভাস ছড়িয়ে নীরবে চোখের জল ফেলেন।
“বাবা” নামটি খুব ছোট কিন্তু বাস্তবতায় তার বিশালতা সম্পর্কে ধারণা করা খুব কঠিন। সন্তানকে সামান্য ভালো রাখতে নিজের তাজা প্রাণটুকুও যিনি দিতে প্রস্তুত থাকেন তার নাম বাবা। আদর-শাসন আর বিশ্বস্ততার জায়গা হলো বাবা। প্রতিটি বাবার মাধ্যমেই তার সন্তানের জীবনের শুরু যার ঋণ হয়তো পরিমাপ করার ক্ষমতা সন্তানদের হয়তো প্রকৃতি দেয়নি।
আসলে সন্তানের প্রতি যেমন বাবা অকৃত্রিম ভালোবাসা থাকে তেমনি বাবার প্রতি প্রতিক্ষণে সন্তানের অন্তরে পুঞ্জিভূত থাকে গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। এই ভালোবাসার কখনো প্রকাশ ঘটে কখনো ঘটে না। তাই এই বাবা দিবসে সকল সংকোচ ভুলে গিয়ে আপনি বাবার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটাতে পারেন। শ্যাডো নিউজ আয়োজিত বিশেষ ইভেন্টে অংশ নিয়ে প্রিয় বাবার কাছে না বলা অনুভূতি ব্যক্ত করুন খোলা চিঠিতে।
“প্রিয় বাবা” শিরোনামে “১৮০” শব্দের মধ্যে খোলা চিঠি লিখে আপনার বাবা’কে জানিয়ে দিন না বলা সব কথা। আর তা পাঠিয়ে দিন শ্যাডো নিউজের ফেসবুক পেইজের ইনবক্সে বা ই-মেইলে। সংগৃহীত সকল চিঠির মধ্য হতে সেরা তিনটি চিঠি ও বিজয়ীদের তাদের বাবার সাথে ছবি ফিচার করা হবে শ্যাডো নিউজে।
আবেদনের নিয়মাবলি:
১. আমাদেরকে লেখা পাঠানোর শেষ সময়- ১৮ জুন ২০২১, রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।
২. লেখা পাঠানোর ঠিকানা-
ইমেইল: shadownewsbd@gmail.com
ফেসবুক পেইজ: m.me/shadownewsbd
৩. আপনার লেখা চিঠির সাথে পাঠাতে পারেন বাবার সাথে আপনার প্রিয় মূহুর্ত্বের একটি ছবি।
৪. চিঠির সাথে আপনার নাম, পরিচয় অবশ্যই লিখতে হবে। তা না হলে লেখা বাতিল বলে বিবেচিত হবে। এখানে আপনার পরিচয়, ফোন নম্বর এবং বাবার ফোন নম্বর, পূণাঙ্গ ঠিকানা থাকতে হবে। উল্লেখ্য যে, বিজয়ীদের চিঠি বাবার ঠিকানায় পাঠিয়ে দেয়া হবে।
৫. বিজয়ী বাছাই এবং প্রতিযোগিতা সংশ্লিষ্ট অন্যান্য সকল ক্ষেত্রে শ্যাডো নিউজ কর্তৃপক্ষ এর সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচ্য হবে।
- 0দিন
- 23ঘন্টা
- 29মিনিট
বাবা মানে নির্ভরতার প্রতীক
বাবা মানে এক সাগর ভালবাসা
বাবা মানে ঘাম ঝরা টাকার নিঃশেষ
বাবা মানে সন্তানই যেন তার অবশেষ
বাবা দিবসের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা রইল। দৃঢ় হোক পরিবারের বন্ধন। পৃথিবীর সকল বাবার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।