ফলাফল যেটাই হোক, অধিকাংশ শিক্ষার্থীই চান তাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি। শুক্রবার রাতে জনপ্রিয় অনলাইন শিক্ষা প্লাটফর্ম “অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট” এর জরিপের মাধ্যমে এই তথ্য জানা যায়।
শনিবার (৩০ জানুয়ারি) ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। পরীক্ষাবিহীন বিশেষ পদ্ধতিতে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল দেয়া হবে। এই ব্যাপারে শিক্ষার্থীদের মন্তব্য জানার জন্য শুক্রবার রাত ৯.৪৫ এ তাদের ফেসবুক গ্রুপে জরিপ চালায় অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট। প্রায় সোয়া ২ ঘন্টার এই জরিপে অংশগ্রহণ করেন প্রায় ৪৫ জন শিক্ষার্থী।
জরিপে তাদের কাছে চারটি বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়। কাঙ্খিত জিপিএ আসবে না তাই চিন্তিত, ফলাফল দিলেই পড়া শুরু করব, ফলাফল যাই হোক, স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই এবং ভর্তি পরীক্ষা ভাল দেয়ার মাধ্যমে অটোপাস শব্দ ঘুচাতে চাই – এই চারটি ক্যাটাগরিতে তাদের মতামত চাওয়া হয়। জরিপ শেষে দেখা যায়, প্রায় ৮৯ শতাংশ শিক্ষার্থীই ফলাফল নিয়ে বেশি চিন্তিত নন। তারা তাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান। বাকি ১১ শতাংশ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় ভাল করার মাধ্যমে ‘অটোপাস’ শব্দ ঘুচাতে চান।
প্রসঙ্গত, করোনা ভাইরাস মহামারীর কারণে গত বছর এইচএসসি পরীক্ষা নিতে পারে নি সরকার। সবাইকে অটোপাস দেয়া হয় এবং এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফল বিশেষ পদ্ধতিতে গড় করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নেয় সরকার। ফল প্রকাশের ক্ষেত্রে বেশ কিছু সাবধানতা ও শিক্ষাবোর্ডগুলোকে ইতোমধ্যেই বিশেষ ক্ষমতা দেয়া হয়েছে ফলাফল প্রকাশের ক্ষেত্রে। শনিবার সকাল সাড়ে দশটায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ফল ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আপনার মতামত দিন