খ্যাতিমান অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা গতকাল (১৮ এপ্রিল) মারা গিয়েছেন। তিনি কিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন এবং ডায়ালাইসিস করছিলেন।শনিবার দিবাগত রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেতা রওনক হাসান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরদৌসী আহমেদ লিনা সর্বপ্রথম টেলিভিশনে হাজির হয়েছিলেন ১৯৭৫ সালে একটি মাখন তেলের বিজ্ঞাপনের মধ্য দিয়ে। কয়েক বছর পরে তিনি অভিনেত্রী হিসাবে যাত্রা শুরু করেছিলেন। কলো কোকিল দিয়ে তিনি টেলিভিশনে অভিনয় শুরু করেন।বাংলাদেশ টেলিভিশনে তা প্রচারিত হয়েছিল।১৯৮৭ সালে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। বুলবুল আহমেদের রাজলক্ষ্মী শ্রীকান্তের মাধ্যমে ফেরদৌসি আহমেদের চলচ্চিত্রে অভিষেক ঘটে। তাঁর সর্বশেষ চলচ্চিত্র চাষী নজরুল ইসলামের পরিচালিত। দেবদাস। চলচ্চিত্রটি ২০১৩ সালে মুক্তি পায়।
ফেরদৌসী আহমেদ কয়েক বছর ধরে বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করছিলেন। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে গুলশান অ্যাভিনিউ, নন্দিনী, ঘোটোক পাখি ভাই এবং নীল জোছোনাই কালো শাপ অনেক প্রশংসা কুরিয়েছিল। এছাড়াও অনেক ট সিরিজে তাঁর অভিনয় ছিল অনবদ্য। অভিনয়ের পাশাপাশি তিনি ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মকর্তা হিসাবে দ্বায়িত্ব পালন করেন।
অভিনেত্রী ফেরদৌসী আহমেদ এর মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। করোনাভাইরাসের কারণে সারাদেশে লকডাউন জারী করা হয়েছে। এর কারণে তার অনেক আত্মীয়-স্বজন এবং অভিনয় জগতের তাঁর সহকর্মী বৃন্দ শ্রদ্ধা জানাতে উপস্থিত হতে পারন নি। এমতাবস্থায় অনকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তাঁর পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘আমি বিস্মিত! লীনা আন্টি নেই! একটু আগেই চলে গেলেন আমাদের ছেড়ে। কত নাটক করেছি ছোট বেলায় এক সাথে! কত্ত আদর করতেন আন্টি। আহ! লীনা আন্টি এমন সময় তুমি চলে গেলে!“
তানভীন সুইটি বলেন, “তার দুটো কিডনি ড্যামেজ ছিল অনেক দিন ধরে। কয়েক মাস আগে বিটিভির একটা নাটকে তার সঙ্গে কাজ করেছিলাম। অনেক ভালো মনের মানুষ ছিলেন।
আইরিন পারভীন বলেন, ‘লিনা আপা অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসা চলছিল। আপার আত্মার শান্তি কামনা করছি। শিল্পকলা একাডেমিতে দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে কাজ করেছি। তিনি যেমন ছিলেন অমায়িক, তেমন ছিল সবাইকে আপন করে নেওয়ার দারুণ ক্ষমতা।
ফেরদৌসী আহমেদ লিনার মৃত্যুতে অভিনয়শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড শোক জানিয়েছে। ১৯ এপ্রিল, রোববার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।