শ্যাডো নিউজঃ করোনাভাইরাস মোকাবেলায় ইতোমধ্যে পর্যন্ত বেশ কিছু পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক। এরই ধারাবাহিকতায় ইউজারদের কোভিড-১৯ বিষয়ে সতর্ক করতে ‘করোনাভাইরাস’ রিয়্যাকশন বাটন আনতে যাচ্ছে ফেসবুক।
গবেষক ‘জেন মাঞ্চুন ওয়াং’ জানিয়েছেন, “খুব শিঘ্রই নতুন একটি রিয়্যাকশন বাটন আনতে যাচ্ছে ফেসবুক। যা হবে করোনা ভাইরাস কেন্দ্রিক। যেই রিয়্যাকশন বাটন দিয়ে বুঝানো হবে ‘Stay Home’।” তিনি আরও জানিয়েছেন, নতুন এই বাটনটি নিয়ে কাজ করছে ফেসবুক। তবে কবে নাগাদ এই ফিচারটি ফেসবুকে যোগ হবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানায়নি ফেসবুক।
২০১৫ সালের ওয়াও, হাহা, স্যাড, এ্যাংরি ও লাভ বাটনগুলো ফেসবুকে যুক্ত করা হয়েছিল। এর আগে শুধু লাইক বাটন ছিলো। যেকারণে ব্যবহারকারীদের ভালো বা খারাপ সব পোস্টেই লাইক দিতে হতো।
আর এবার করোনাভাইরাস রিয়্যাকশনের মাধ্যমে করোনাভাইরাস নিয়ে সতর্কতা বাড়াতে এবং ইউজাররা তাদের মনোভাব প্রকাশ করতে সক্ষম হবেন।
এছাড়াও করোনা বিষয়ক সঠিক তথ্য দিতে গত মাসের শেষের দিকে একটি চ্যাটবট চালু করেছে ফোসবুক মেসেন্জার। চ্যাটবটটি ব্যাবহার করতে হলে, প্রথমত, ব্যবহারকারীদের ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপটি গুগল প্লে স্টোর বা অ্যাপ অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। ব্যবহারকারীরা একটি পিসিতে ফেসবুক মেসেঞ্জারে অ্যাক্সেসের মাধ্যমে চ্যাটবট এ অ্যাক্সেস পেতে পারেন। অ্যাপটি ওপেন করতে হবে অথবা ওয়েব ইন্টারফেসে প্রবেশ করার পরে, মাইগভ করোনার হাবটি সার্চ করতে হবে।
চ্যাটবটটি লোড হয়ে গেলে, স্টার্ট এ ট্যাপ করুন। চ্যাটবট আপনাকে আপনার পছন্দ অনুযায়ী ভাষা জিজ্ঞাসা করবে। ভাষা সিলেক্ট করার পরে, ব্যবহারকারীদের কাছে সাহায্যের ধরন সম্পর্কে জানতে চাওয়া হবে। চ্যাটবটটি নিউজ আপডেট, উপসর্গ, ডাক্তারদের পরামর্শসহ কোভিড -১৯ সম্পর্কিত কিছু তথ্য দিবে। অ্যাপটি কেবল ইংরেজি ও হিন্দি ভাষায় ব্যহার করা যাবে।