ফিনল্যান্ডের টেলিকম যন্ত্রাংশ নির্মাতা নোকিয়া ফ্রান্সে তাদের অঙ্গ প্রতিষ্ঠান অ্যালকাটেল-লুসেন্ট ইন্টারন্যাশনালের ১২৩৩ কর্মী ছাঁটাই এর পরিকল্পনা করেছে, যা ইউনিটটির মোট জনবলের এক তৃতীয়াংশ। খবর রয়টার্স।
ইউরোপ যেহেতু পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক বা ৫জি মোবাইল ইন্টারনেট সেবার প্রস্তুতি নিচ্ছে, সেহেতু নোকিয়াও এই পরিকল্পনা হাতে নিয়েছে। তবে পাঁচ বছর আগে কর্মী ছাটাইয়ের শর্তে ফ্রান্সের এই ইউনিটটি কিনেছিল নোকিয়া। সোমবার রয়টার্সের প্রকাশের আগেই এই বিষয়টি প্রকাশ করল তারা।
৫জি নেটওয়ার্ক তৈরির ব্যাপারে এরিকসন ও চীনা জায়ান্ট হুয়াওয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা নোকিয়া জানিয়েছে, উল্লেখযোগ্য ব্যয়ের চাপ কমাতে এ ধরণের সিদ্ধান্ত নেয়াটা অনেক প্রয়োজন ছিল।
নোকিয়া এপ্রিলে বলেছিল, ২০১৮ সালের শেষদিকে এই প্রকল্পের পুরো বছরের তুলনায় ৫০০ মিলিয়ন ইউরোর (৫৬০.৩০ মিলিয়ন ডলার) ব্যয় হ্রাস করার লক্ষ্য ছিল, যেখানে অপারেটিং ব্যয় থেকে ৩৫০ মিলিয়ন ইউরো এবং বিক্রয় ব্যয় থেকে ১৫০ মিলিয়ন ইউরো বাঁচানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
নোকিয়া যখন অ্যালকাটেল-লুসেন্ট ইন্টারন্যাশনাল কিনে, তখন তারা ফ্রান্সে দু’বছরের জন্য চাকরি সংরক্ষণ এবং ৫জি প্রযুক্তির জন্য দেশের মধ্যে গবেষণা ও উন্নয়ন সম্প্রসারণের লক্ষ্য নিয়ে গ্রুপভিত্তিক কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল।তবে এই কর্মী ছাটাই পরোক্ষভাবে ফরাসি গবেষণা ও উন্নয়নে প্রভাবিত করেছে।
নোকিয়ার কর্মী ছাটাইয়ের ব্যাপারে ফ্রান্সের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, কর্মী ছাটাইয়ের ব্যাপারে নোকিয়াকে আরো কৌশলী ভূমিকা পালন করা উচিত।
একজন মুখপাত্র বলেন, এই ছাটাইয়ের মাধ্যমে নোকিয়া তার প্রতিশ্রুতিমুক্ত হলো। তবে এখনো নোকিয়া কর্মক্ষেত্রের বিশাল উৎস হিসাবেই মনে করেন ফ্রান্সে কোম্পানিটির প্রধান।
ফ্রান্সের নোকিয়া প্রধান লিখিত বক্তব্যে বলেন, “নোকিয়া ফ্রান্সের আর & ডি, বিক্রয় ও সেবাসমূহের ক্ষেত্রে একটি শক্ত অবস্থান রাখবে সাথে ফ্রান্সের একটি বড় নিয়োগকারী হিসাবে অব্যাহত থাকবে, যা আমাদের গ্রাহকদের প্রকল্পগুলো দক্ষতার সাথে করতে সক্ষম হবে।”
ফ্রান্সের নোকিয়ার ৫১৩৮ জন কর্মরত, যার মধ্যে ৩৬৪০ জন অ্যালকাটেল-লুসেন্ট ইন্টারন্যাশনালের জন্য কাজ করে।
প্রসঙ্গত, নোকিয়া কর্পোরেশন’ ফিনল্যান্ড ভিত্তিক বহুজাতিক টেলিযোগাযোগ সম্পর্কিত কোম্পানি। এটি পৃথিবীর বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান। নোকিয়া বহনযোগ্য ইলেক্ট্রনিক ডিভাইস প্রস্তুত করে থাকে, প্রধানত মোবাইল ফোন। ১২০ টি দেশে নোকিয়াতে ১, ৩২, ০০০ এরও বেশি লোক কর্মরত।
২০১৫ সালে ফ্রান্সের অ্যালকাটেল-লুয়েট গ্রুপের সাথে ১৫.৬ মিলিয়ন ডলারে নোকিয়া চুক্তিবদ্ধ হয় এবং ইউরোপে নোকিয়া তার উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণ করে।