হুইসেল আয়োজিত বইপোকা হলো শিশু-কিশোরদের নিয়ে একটি ইভেন্ট। নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার এক প্রয়াসই ‘বইপোকা’।
শিশুরা ভবিষ্যৎ, শিশুদের ভবিষ্যৎ এই প্রতিপাদ্য নিয়ে এগিয়ে যাচ্ছে হুইসেল। আর সেই মানসে হুইসেল শুরু করেছে বেশ কিছু কাজ। তার কেবলই একটা ঝলক হলো বইপোকা। অনলাইন দিগন্ত উন্মুক্ত ও প্রসারিত হচ্ছে। হুইসেলের পুরোভাগে শিশুরাই, জাতির পুরোভাগেও শিশুরা। মাঝখানে সেতুবন্ধন হবে বইপোকার মত প্রজেক্টগুলো।
এই ‘বইপোকা’ প্রতিযোগিতাটির মূল্যায়ন প্রক্রিয়া দুই ধরনের কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠিত হবে
১) প্রশ্ন-উত্তর পর্ব,
২) বই রিভিউ প্রতিযোগিতা।
প্রতিযোগিতার বিভাগসমূহঃ
প্রতিযোগিতাটি হবে দেশের ৬৪ জেলায় ৪ টি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
১। গ্রুপ ‘পদ্মা’ (প্রথম থেকে পঞ্চম শ্রেণি )
২। গ্রুপ ‘মেঘনা’ (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি )
৩। গ্রুপ ‘যমুনা’ (নবম থেকে দশম শ্রেণি )
৪। গ্রুপ ‘সুরমা’ (একাদশ থেকে দ্বাদশ শ্রেণি )
প্রতিযোগীতার সময়সূচীঃ
- প্রথম রাউন্ড:
১ লা নভেম্বর থেকে ৫ই জানুয়ারি পর্যন্ত – রেজিস্ট্রেশন
১০ জানুয়ারি – পরীক্ষার জন্য বই বিতরণ
২০ জানুয়ারি – প্রথম রাউন্ড পরীক্ষা
২৪ জানুয়ারি – প্রথম রাউন্ড পরীক্ষার ফলাফল প্রকাশ
- দ্বিতীয় রাউন্ড: শীঘ্রই জানানো হবে
- তৃতীয় রাউন্ড: শীঘ্রই জানানো হবে
পুরস্কারঃ
সর্বমোট দুই লক্ষ টাকার প্রাইজমানি।
আপনার মতামত দিন