বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চলতি বছরের মার্চে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ দুটি টি টুয়েন্টি ম্যাচ আয়োজন করার পরিকল্পনা আগেই চূড়ান্ত করে রেখেছে বিসিবি। কিছুদিন আগেই জানা গিয়েছিল ভারতের আহমেদাবাদে আরেকটি প্রীতি ম্যাচ আয়োজন করতে ইচ্ছুক বিসিসিআই। কিন্তু বিসিবি সিইওর মাধ্যমে আজ জানা গেল, এই ম্যাচটি আয়োজন করবে না ভারত।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিস্তারিত আলোচনা করতে গতকাল (২১ জানুয়ারি) বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সাথে দেখা করতে কলকাতা যান বিসিবি নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী। আজ দেশে ফিরে তিনি জানালেন, ভারতীয় ক্রিকেট বোর্ড এই ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত সরে এসেছে।
মার্চের ১৮ ও ২১ তারিখ প্রীতি ম্যাচ দুটোর সম্ভাব্য সূচী নির্ধারণ হয়েছিল আগেই। তবে আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম উদ্বোধন করার লক্ষ্যে ভারতীয় বোর্ড প্রাথমিক ভাবে প্রস্তাব দেয় প্রীতি ম্যাচের সংখ্যা আরও একটি বাড়িয়ে তিন ম্যাচের সিরিজ করতে যার প্রথম দুটি বাংলাদেশে হলেও তৃতীয়টি আহমেদাবাদ সরদার প্যাটেল স্টেডিয়ামে আয়োজন করা হবে। কিন্তু এই সময়ের মধ্যে স্টেডিয়ামের নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হওয়ায় এই প্রীতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিসিআই।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে অল স্টার এশিয়া এবং বিশ্ব একাদশের মধ্যে দুটি টি টুয়েন্টি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে এ বছরের ১৮ ও ২১ মার্চে।