শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের ব্যাপক চর্চা, বিশেষত রাসায়নিক পরিমাপ বিষয়ে মেধার প্রতিযোগিতা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বিসিএসআইআরের ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্ (ডিআরআইসিএম) মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যপী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ‘বঙ্গবন্ধু কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড’ আয়োজন করতে চলেছে।
অলিম্পিয়াডটি বিভাগীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে শেষ হবে।
প্রতিযোগিতাটি দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে;
- গ্রুপ-ক: ৮ম শ্রেণি থেকে দশম শ্রেণি
- গ্রুপ-খ: একাদশ শ্রেণি ও তদূর্ধ্ব।
পুরস্কার ও প্রতিযোগিতার ধারাবাহিকতা:
প্রতিযোগিতার ১ম রাউন্ড প্রত্যেক বিভাগে অনুষ্ঠিত হবে। ১ম রাউন্ডে অংশগ্রহণকারী প্রত্যেকে পাচ্ছে টি-শার্ট ও সার্টিফেকেট। ১ম রাউন্ডে উত্তীর্ণ উভয় গ্রুপ থেকে অংশগ্রহণকারী নিয়ে অনুষ্ঠিত হবে ২য় রাউন্ড এবং ২য় রাউন্ডে উভয় গ্রুপ থেকে উত্তীর্ণ প্রতিযোগীদের নিয়ে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড। ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত প্রতিযোগীদেরকে ল্যাবরেটরীতে দিনব্যাপী প্রস্তুতি সহায়তা দেয়া হবে এবং বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
মূল আকর্ষণ:
অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে ১ম রাউন্ড পরীক্ষায় উত্তীর্ণ প্রতিযোগীদের একটি করে কেলিব্রেটেড থার্মোমিটার ও লেকটোমিটার প্রদান করা হবে। এই প্রতিযোগীগণ বছরব্যাপী উক্ত থার্মোমিটার ও লেকটোমিটার তার পরিবারে/পরিপার্শ্বে ব্যবহার সংক্রান্ত প্রতিবেদন জমা দিবেন। এ সংক্রান্ত নিয়মাবলী DRiCM-এর ওয়েবসাইট (www.dricm.gov.bd)-এ পাওয়া যাবে। প্রতিবছর উক্ত প্রতিযোগীদের মধ্য থেকে মূল্যায়িত প্রতিযোগীকে Mr/Miss Metrology উপাধি প্রদান করা হবে।
রেজিস্ট্রেশন পক্রিয়া:
- বুথ থেকে ফর্ম সংগ্রহ করেঃ জিরো পয়েন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
- অনলাইন: https://bit.ly/2Tt2V6g
বঙ্গবন্ধু কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াডের নিবন্ধনের শেষ তারিখ:১৭ মার্চ ২০২০।
নিবন্ধনের জন্য কোনো ফি প্রযোজ্য নয়।
বিঃদ্রঃ করোনা ভাইরাসের জন্য এই প্রতিযোগিতার অনুষ্ঠিত হওয়ার তারিখ পিছিয়ে দিয়েছে আয়োজকরা।যা পরবর্তীতে এস.এম.এস মাধ্যমে প্রতিযোগিদের জানিয়ে দেওয়া হবে।