২০২০-২০২১ শিক্ষাবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হবে আগামী ১ জানুয়ারী ২০২২ দুপুর ১২ টায়।
আজ রবিবার (২৬ ডিসেম্বর) বিডিইউ ভর্তি ওয়েবসাইটে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিডিইউ সার্কুলার আপডেট
শুধু মাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে
- আবেদন শুরু : ০১ জানুয়ারী ২০২২ দুপুর ১২ টা।
- আবেদন শেষ : ১৫ জানুুুুয়ারী ২০২২ রাত ১১.৫৯ টা।
- আবেদন ফি : ৪৫০ টাকা।
- বিভাগ পরিবর্তন আবেদন : নেই।
- সেকেন্ড টাইম : নেই
- আবেদনের ওয়েবসাইট : admission.bdu.ac.bd
- জিপিএ নম্বর : ৫০। (SSC GPA x 6 + HSC GPA x 4)
- মেধাতালিকা নির্ণয় : গুচ্ছ ভর্তি পরীক্ষার গণিত, পদার্থ ও ইংরেজি বিষয়ের নম্বরকে ১০০ নম্বর ধরে এবং জিপিএ এর ৫০ নম্বর মোট ১৫০ নম্বরে বিবেচনা করে আবেদনকারীদের মধ্যে মেধাতালিকা নির্ণয় করে প্রকাশ করা হবে।
আবেদনের যোগ্যতা
গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা নিম্নলিখিত শর্ত পূরণ সাপেক্ষে বিডিইউ ভর্তির জন্য আবেদন করতে পারবে।
- অবশ্যই ২০১৮ সালে এসএসসি ও ২০২০ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ করতে হবে। [অর্থাৎ সেকেন্ড টাইম নেই]
- এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মোট নূন্যতম ৯.৫০ জিপিএ প্রাপ্ত হতে হবে।
- গুচ্ছ জিএসটি ভর্তি পরীক্ষার পদার্থ, রসায়ন ও গণিত বিষয়ে মাইনাস মার্ক থাকা যাবে না। (যেমন: কোন বিষয়ে -১, -২, -৩ এমন মাইনাস থাকা যাবে না)
আসনসংখ্যা
সম্পূর্ণ বিনামূল্যে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানবন্টন, আসনসংখ্যা, সব ধরনের আপডেট তথ্যসহ যাবতীয় সব তথ্য এক সাথে জানা যাবে Admission Assistant অ্যাপের মাধ্যমে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে ২ টি বিভাগে ১০০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিডিইউতে মোট আসনসংখ্যা : ১০০ টি
প্রকৌশল অনুষদ
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ – ৫০ টি
শিক্ষা ও গবেষণা অনুষদ
- শিক্ষা বিভাগ – ৫০ টি
উল্লেখ্য, প্রতিটি বিভাগে ২ টি মুক্তিযোদ্ধা কোটা ও ১ টি আদিবাসী কোটায় আসন রয়েছে। বিডিইউ তে মোট কোটায় আসন ৬ টি।
আরো দেখুন,
বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সকল তথ্য এবং ভর্তি প্রস্তুতি এখন একটি প্লাটফর্মেই
শাবিপ্রবির ভর্তি ফলাফল প্রকাশিত
নোবিপ্রবির ভর্তি ফলাফল প্রকাশিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফলাফল প্রকাশিত
পাবিপ্রবি ভর্তির ফলাফল প্রকাশিত
বশেফমুবিপ্রবির ভর্তি ফলাফল প্রকাশিত