শ্যাডো নিউজঃ বিশ্বব্যাপী বন্ধ হয়ে যাচ্ছে অ্যাপলের বিক্রয়কেন্দ্র, করোনাভাইরাসের আতঙ্কে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন টেক জায়ান্টটির সিইও টিম কুক। আগামী ২৭ মার্চ পর্যন্ত স্টোরগুলো বন্ধ থাকবে।
গত শনিবার (১৪ মার্চ) এক টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে টিম কুক জানান, ২৭ মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী অ্যাপল স্টোরগুলো বন্ধ থাকবে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের কর্মী এবং ক্রেতাদের নিরাপদে রাখতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বিক্রয়কেন্দ্র বন্ধ থাকলেও অ্যাপল ওয়েবসাইট এবং অনলাইন থেকে অ্যাপল পণ্য কেনা যাবে বলেও কুক জানান।
এর আগে গত মাসে চীনে ৪২টি স্টোর বন্ধ করে প্রতিষ্ঠানটি। গত সপ্তাহ থেকে চীনের বন্ধ স্টোরগুলো খুলতে শুরু করে অ্যাপল। অ্যাপলের সবচেয়ে বড় বাজারগুলোর একটি চীন। দেশটির বিক্রয়কেন্দ্রগুলো বন্ধ থাকায় গত মাসে চলতি প্রান্তিকের আয়ের লক্ষ্যমাত্রা কমিয়ে আনার মূল কারণ বলেও জানিয়েছে অ্যাপল। দুই মাস বন্ধ থাকার পর চীনের স্টোরগুলো খুলে দেয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এরই মধ্যে নভেল করোনাভাইরাসকে মহামারী রোগ হিসেবে ঘোষণা দিয়েছে। ভাইরাসটির উৎপত্তিস্থল চীন হলেও এখন বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে।চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হলে সাময়িক সময়ের জন্য দেশটিতে অবস্থিত সব স্টোর, কন্টাক সেন্টার ও উৎপাদন কারখানা বন্ধ করেছিল অ্যাপল।
করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্তের সংখ্যা ক্রমে বাড়ছে। নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।