২০২০-২০২১ শিক্ষাবর্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তির ফলাফল প্রকাশিত হয়েছে। বশেফমুবিপ্রবির ভর্তির ওয়েবসাইটে বশেফমুবিপ্রবির ভর্তি ফলাফল জানা যাবে।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে বশেফমুবিপ্রবির ভর্তি ফলাফল প্রকাশিত হয়েছে।
প্রসঙ্গত, বশেফমুবিপ্রবিসহ মোট ২০ টি বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়েছে। ভর্তি পরীক্ষা পরবর্তী অনলাইন আবেদন সাপেক্ষে মেধাতালিকা নির্ণয় করা হয়েছে।
আসনসংখ্যা
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪ টি অনুষদে মোট ৬ টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বশেফমুবিপ্রবিতে মোট আসনসংখ্যা : ১৮০ টি
- বিজ্ঞানের মোট আসন : A ১২০ টি + B ০৭ টি + C ০৭ টি = ১৩৪ টি
- মানবিকের মোট আসন : A ০০ টি + B ২০ টি + C ০৩ টি = ২৩ টি
- ব্যবসায় শিক্ষার মোট আসন : A ০০ টি + B ০৩ টি + C ২০ টি = ২৩ টি
A ইউনিট
A ইউনিটে মোট আসনসংখ্যা : ১২০ টি
বিজ্ঞান অনুষদ
- গণিত বিভাগ – ৩০ টি
- ফিশারিজ বিভাগ – ৩০ টি
প্রকৌশল অনুষদ
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ(CSE) – ৩০ টি
- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ(EEE) – ৩০ টি
B ইউনিট
B ইউনিটে মোট আসনসংখ্যা : ৩০ টি
সামাজিক বিজ্ঞান অনুষদ
সমাজকর্ম বিভাগ – ৩০ টি
- বিজ্ঞান – ০৭ টি
- মানবিক – ২০ টি
- ব্যবসায় শিক্ষা – ০৩ টি
C ইউনিট
C ইউনিটে মোট আসনসংখ্যা : ৩০ টি
ব্যবসায় অনুষদ
ব্যবস্থাপনা বিভাগ – ৩০টি
- বিজ্ঞান – ০৭ টি
- মানবিক – ০৩ টি
- ব্যবসায় শিক্ষা – ২০ টি
আরো দেখুন,
বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সকল তথ্য এবং ভর্তি প্রস্তুতি এখন একটি প্লাটফর্মেই
শাবিপ্রবির ভর্তি ফলাফল প্রকাশিত
নোবিপ্রবির ভর্তি ফলাফল প্রকাশিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফলাফল প্রকাশিত
পাবিপ্রবি ভর্তির ফলাফল প্রকাশিত
বশেফমুবিপ্রবির ভর্তি ফলাফল প্রকাশিত