ফাহিম হোসেন, বশেফমুবিপ্রবি প্রতিনিধিঃ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সেশনজট এড়ানোর জন্য ইউজিসির সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
গত ১৮ মার্চ থেকে দেশের শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় দেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। ব্যহত হয় দেশের সকল স্তরের শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জটের আশঙ্কা করেন।
সেই সমস্যা কাটিয়ে উঠার জন্য গত ৩০ এপ্রিল দেশের সব বিশ্ববিদ্যালয়কে অনলাইন শিক্ষা কার্যক্রম চালানোর তাগিদ দেয়া হয়। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন ক্লাস,পরীক্ষা ও ভর্তির ব্যাপারে অনুমতি দেয়া হয়।
তারই ধারাবাহিকতায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু হয়েছে।
বশেফমুবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে প্রথমে সমাজকর্ম বিভাগের শিক্ষক ড.মো.ফরহাদ আহমেদ অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করেন। ভাল সাড়া পাওয়ার পর ধীরে ধীরে ইইই, সিএসই, ম্যানেজমেন্ট এবং গণিত বিভাগের অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। নিয়মিত রুটিন অনুযায়ী ক্লাস গ্রহণের পাশাপাশি ক্লাসের উপাদান অনলাইনে প্রদান করে সবাইকে এগিয়ে রাখা হচ্ছে যাতে যথা সময়ে পরীক্ষা গ্রহণ করা যায়।
বশেফমুবিপ্রবি বর্তমান দূর্যোগ কাটিয়ে উঠার জন্য বিকল্প পাঠদান পদ্ধতি চালুর বিকল্প হিসেবে অনলাইন শিক্ষা কার্যক্রম প্রযুক্তির সঠিক ব্যবহার হিসেবে দেখছেন সবাই।
প্রধানমন্ত্রী দেশের পরিস্থিতি বিবেচনায় সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সম্ভাবনার কথা বলেন এবং শিক্ষা মন্ত্রণালয় গতকাল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা ৩০ মে পর্যন্ত ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে চীনে আবিষ্কার হয় “কোভিড-১৯” বা করোনা ভাইরাস। তারপর ধীরে ধীরে বিশ্বব্যাপী তা ছড়িয়ে পড়ে এবং সময়ের সাথে বাড়তে থাকে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সেই সাথে স্থবির হয়ে পড়ে সবকিছুই। মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশেও প্রথম ধরা পড়ে মরণঘাতী এই ভাইরাস। ৮ মার্চ প্রথম রোগী শনাক্তের পর বর্তমানে ১২ হাজার অতিক্রম করেছে আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা প্রায় ২০০।