বশেফমুবিপ্রবি প্রতিনিধি: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মেলান্দহ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বশেফমুবিপ্রবি সাংবাদিক এস এম আল-ফাহাদের সভাপতিত্বে ও কাওসার আহমেদ সুকর্ণের সঞ্চালনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের প্রকল্প পরিচালক, মিডিয়া ব্যক্তিত্ব, নিরাপত্তা বিশ্লেষক ও কলামিস্ট কর্ণেল (অব:) কাজী শরীফ উদ্দীন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভয়েসবিডি২৪.কম সম্পাদক এড. কাজী শরিফুল ইসলাম শাকিল।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুব আলম,মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ জামাল প্রমুখ।এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।