চলতি বছর ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আইসিসির ফিউচার ট্যুর অনুযায়ী।করোনাভাইরাস এর কারণে আসা হবে কেমন তার কোন নিশ্চয়তা পাওয়া যাচ্ছিল না তবে আজ ১২মার্চ বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) প্রকাশ করেছে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া এবং সূচি প্রকাশ করেছে।
আগামী জুন মাসে ২টি টেস্ট সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। দুই ম্যাচ খেলার জন্য জুন মাস ব্যাপী বাংলাদেশে অবস্থান করবে অস্ট্রেলিয়া( স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নাররা)।
বাংলাদেশে আগমনের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ঢাকায় এবং চট্টগ্রাম হবে দুইটি টেস্ট সিরিজ। আগামী জুন মাসের ১১ তারিখ থেকে ১৫ তারিখ বন্দরনগরী চট্টগ্রামে হবে প্রথম সিরিজ এবং ঢাকায় দ্বিতীয় সিরিজ হবে ১৯ থেকে ২৩জুন।
মূল মঞ্চ-এ মাঠে নামার আগে অস্ট্রেলিয়া চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রথম বারের মত কোনো দল বাংলাদেশে মূল মঞ্চএ চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে, এর আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে ইংল্যান্ড ও ভারত।
ম্যাচ সময়সূচী প্রকাশ করা হলেও কবে অস্ট্রেলিয়া পা রাখবে তা জানা যায়নি। আশা করা যায়, ম্যাচ শুরুর তিনদিন আগে এসে পৌছাবে ঢাকায়। ৫তারিখ থেকে প্রস্তুতি ম্যাচ শুরু হবে তাহলে ১-২তারিখের মধ্যে পা রাখবে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।