শ্যাডো নিউজঃ প্রয়োজনীয় দক্ষতা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের সম্ভাবনা উন্মোচনে মাসব্যাপী স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্পেইনের আয়োজন করে জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ইয়ুথ ফোরাম।
রবিবার (০৬ ফেব্রুয়ারী) রাতে ক্যাম্পেইনটির সমাপনী অনুষ্ঠান এবং কোর্স মূল্যায়ন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুন, সদস্য সচিব জিহাদুজ্জামান জিসান, ক্যাম্পেইন কো-অর্ডিনেটর রাকিব হাসান এবং কোর্স প্রশিক্ষকসহ অন্যান্য সদস্যবৃন্দ।

পহেলা জানুয়ারি থেকে শুরু হওয়া মাসব্যাপী এই ক্যাম্পেইনে শিক্ষার্থীদের মাইক্রোসফট অফিস, বেসিক সফট স্কিল, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কমিউনিকেশন, অনলাইন টিউটোরিং, আর্টিকেল এবং কনটেন্ট রাইটিং শেখানো হয়। ক্যাম্পেইনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ক্যাম্পেইনটি আয়োজন সম্পর্কে আবদুল্লাহ আল মামুন বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। আর বিশ্বায়নের এই যুগে একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
ক্যাম্পেইনে প্রশিক্ষক হিসেবে ছিলেন শোভন মাহমুদ (গ্রাফিক্স ডিজাইন), ফুয়াদুল ইসলাম হৃদয় (মাইক্রোসফট অফিস, বেসিক সফট স্কিল), এম ডি নাইমুল হাসান (হেলাল) (ডিজিটাল মার্কেটিং), ফাইজুর রহমান (কমিউনিকেশন), নাঈম মীর (আর্টিকেল ও কনটেন্ট রাইটিং) এবং সাদমান শাবাব অর্ণব (অনলাইন টিউটোরিং)।
করোনা পরিস্থিতি বিবেচনায় গুগল মিটে সেশনগুলো অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে অনলাইন শিক্ষা প্লাটফর্ম অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট। এছাড়াও কো-স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে নেক্সটিভ গ্রুপ, আউটরিচ পার্টনার নেক্সট অপরচুনিটিস, ই-লার্নিং পার্টনার বিজ্ঞান অভিধান, প্লাটফর্ম পার্টনার কোর্স টিউব, টেক পার্টনার নেক্সটিভ সলুশন এবং মিডিয়া পার্টনার শ্যাডো নিউজ।