নতুন প্রজন্মকে বিজ্ঞান বিষয়ে পারদর্শী ও আর্ন্তজাতিক পর্যায়ে মেধার বিকাশ সুযোগ সৃষ্টির লক্ষে শুরু হচ্ছে ‘বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব ২০২০‘। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও) এবং সমকালের যৌথ উদ্যোগে এবং উক্ত আয়োজনের বিশেষ সহযোগী হিসেবে রয়েছে কথাপ্রকাশ এবং কারিগরি সহযোগী ল্যাববাংলা।
গত বছর অনুষ্ঠিত ৩০ তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে(আইবিও) বাংলাদেশ তিনটি ব্রোঞ্জপদক লাভ করেছে। যা বাংলাদেশের জন্য গৌরবের এবং সম্মানের।
বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব, সারাদেশে শিক্ষার্থীদের জীববিজ্ঞানবিষয়ক মেধা যাচাইয়ের প্রতিযোগিতা।
প্রতিযোগিতাটি তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে:
- জুনিয়র ক্যাটাগরি (ষষ্ঠ-অষ্টম শ্রেণি বা সমমান),
- সেকেন্ডারি ক্যাটাগরি (নবম-দশম শ্রেণি বা সমমান) ও
- হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে (একাদশ-দ্বাদশ শ্রেণি বা সমমান)।
এক প্রতিষ্ঠান থেকে একাধিক প্রতিযোগী অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। প্রতিযোগীরা এমসিকিউ ও লিখিত পদ্ধতিতে পরীক্ষায় অবতীর্ণ হবে।
উক্ত প্রতিযোগিতা দুটি ভাগে অনুষ্ঠিত হবে: ১) আঞ্চলিক পর্যায়, ২)জাতীয় পর্যায়।
দেশকে ১২টি অঞ্চলে বিভক্ত করে ১২টি আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। অঞ্চলগুলোর অধীন প্রতিটি জেলা থেকে প্রতিযোগী অংশ নিতে পারবে।পরবর্তীতে প্রতিটি অঞ্চল থেকে সেরা শিক্ষার্থীরা ঢাকায় জাতীয় পর্যায়ে অলিম্পিয়াডে অংশ নেবে।প্রতিযোগিতায় বিজয়ীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের বাংলাদেশ দল নির্বাচন করা হবে। বিজয়ীদের ক্যাম্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে, যারা আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
দেশবরেণ্য ব্যক্তিত্বের উপস্থিতি, বিজ্ঞানবিষয়ক আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আনন্দের মধ্য দিয়ে জানবে জীববিজ্ঞানের বিভিন্ন দিক। ভীতি দূর হয়ে তাদের মধ্য দিয়ে জাগ্রত হবে বিজ্ঞান বিষয়ে কৌতূহল, যা ভবিষ্যতের বিজ্ঞান শিক্ষাকেই এগিয়ে নিয়ে যাবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া: উৎসবে অংশ নিতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে।http://bdbo.org/registration-2/ এই ঠিকানায় প্রবেশ করলে পেমেন্ট পদ্ধতি ও আবেদনের শর্ত প্রদর্শিত হবে। আই অ্যাগ্রি অপশনে ক্লিক করে নেক্সট অপশনে গেলে ব্যক্তিগত ও একাডেমিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে প্রদত্ত মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে রেজিস্ট্রেশন নম্বর ও অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক চলে আসবে। প্রয়োজনীয় তথ্যের জন্য অ্যাডমিট কার্ডে প্রতিটি অঞ্চলের জন্য আলাদা প্রতিনিধির নম্বর দেওয়া থাকবে।
আঞ্চলিক পর্যায় ও জাতীয় পর্যায়:
- আগামী ১৫ ফেব্রুয়ারি – রংপুর অঞ্চলের প্রতিযোগিতা- দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
- ২২ ফেব্রুয়ারি – সিলেট অঞ্চলের প্রতিযোগিতা- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং কুমিল্লা অঞ্চলের প্রতিযোগিতা- কুমিল্লা জেলা স্কুলে।
- ২৮ ফেব্রুয়ারি – ময়মনসিংহ অঞ্চলের প্রতিযোগিতা- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতা- চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও কলেজে।
- ২৯ ফেব্রুয়ারি – রাজশাহী অঞ্চলের প্রতিযোগিতা- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
- ৬ মার্চ – বগুড়া অঞ্চলের প্রতিযোগিতা- বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজে এবং ঢাকা উত্তর অঞ্চলের প্রতিযোগিতা- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে।
- ১৩ মার্চ – ঢাকা দক্ষিণ অঞ্চলের প্রতিযোগিতা- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অঞ্চলের প্রতিযোগিতা- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
- ১৪ মার্চ -পটুয়াখালী অঞ্চলের প্রতিযোগিতা- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং খুলনা অঞ্চলের প্রতিযোগিতা- খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
- অঞ্চল পর্যায়ের বিজয়ীদের নিয়ে ২০ মার্চ জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
- জাতীয় পর্বে বিজয়ীদের নিয়ে ২৫ ও ২৮ মার্চ ক্যাম্প অনুষ্ঠিত হবে। কয়েক ধাপে অনুষ্ঠিত ক্যাম্প শেষে চারজন মেধাবীকে বেছে নেওয়া হবে; যারা আগামী ৩ ও ১১ জুলাই জাপানের নাগাসাকি শহরে অনুষ্ঠিতব্য ৩১তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।