বাংলাদেশ সেনাবাহিনী অফিসার নিয়োগ ২০২০ অনুযায়ী বর্তমানে চালু রয়েছে ৭৫তম ডিএসএসসি কোর্স, ৮৫ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স, ৫৪ তম বিএমএ স্পেশাল কোর্স, ৩৩ তম ডিএসএসসি ও ৪৭ তম ডিএসএসসি সার্কুলার। এতে উপযুক্ত পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এটি সেনাবাহিনীর অফিসার পোস্ট। প্রার্থীদের অবশ্যই এসএসসি ও এইচএসসি পাশ হতে হবে। চাকরি নিশ্চিত হওয়ার পর প্রার্থীরা সরাসরি অফিসার হিসেবে কমিশন প্রাপ্ত হবেন।
আবেদন শুরু: | ১লা জানুয়ারি ২০২০ |
আবেদন শেষ: | ৮ই ফেব্রুয়ারি ২০২০ |
বয়স: | ১লা জানুয়ারি ২০২১ সালে অনূর্ধ্ব ১৭-২১ বছর |
শারীরিক যোগ্যতা (ন্যুনতম): | পুরুষ উচ্চতা:৫’৪”, ওজন ৫৪ কেজি মহিলা উচ্চতা:৫’২”, ওজন ৪৭ কেজি |
শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম): | মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ |
বৈবাহিক অবস্থা: | অবিবাহিত |
জাতীয়তা | জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক |
নির্বাচন পদ্ধতি
সফলভাবে আবেদন সম্পন্ন করার পর প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উত্তীর্ণদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।
এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আইএসএসবি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আইএসএসবি পরীক্ষা চলাকালীন চূড়ান্ত শারীরিক পরীক্ষা নেয়া হবে।
আইএসএসবি পরীক্ষার তারিখ www.issb-bd.org ওয়েবসাইটে পাওয়া যাবে।
মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দিষ্ট সময়ব্যাপি প্রশিক্ষণ দেয়ার পর কমিশন্ড অফিসার পদে চূড়ান্ত নিয়োগ দেয়া হবে।
আবেদন পদ্ধতি:
সেনাবাহিনীর কমিশন্ড অফিসার পদে নিয়োগের জন্য নিম্নলিখিতভভাবে আবেদন করতে হবে।
অনলাইনে
https://www.joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে ।
ওয়েবসাইটে প্রবেশ করে Homepage এর Apply now এ ক্লিক করে আবেদন ফরম পূরন করতে হবে।
Trust Bank t-cash, VISA/Master card, Bkash অথবা Rocket এর মাধ্যমে আবেদন ফী বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে।
সাথে সাথেই লিখিত পরীক্ষার জন্য কল আপ লেটার পাওয়া যাবে।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে কল আপ লেটার প্রিন্ট করে নিতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার সময় কল আপ লেটার সাথে বহন করতে হবে।
আরো বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে:
৭৫তম ডিএসএসসি কোর্স সার্কুলার

৮৫ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স সার্কুলার

৫৪ তম বিএমএ স্পেশাল কোর্স, ৩৩ তম ডিএসএসসি ও ৪৭ তম ডিএসএসসি সার্কুলার
