শ্যাডো নিউজঃ সম্প্রতি করোনাভাইরাসের কারণে চীনসহ বিশ্বব্যাপি প্রযুক্তি খাতে বেশ ঘাটতি পড়তে শুরু করেছে। ভাইরাসটির কারনে বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় ভাইরাসটির কারনে গত সপ্তাহে স্পেনের বার্সেলোনায় পৃথিবীর সবথেকে বড় মোবাইল এক্সপো ‘মোবাইল ওয়াল্ড কংগ্রেস (এমডাব্লিউসি)’২০২০ ইভেন্টটি বাতিল ঘোষণা করা হয়েছে। ঠিক একই কারণে বাতিল ঘোষণা করা হলো জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুকের বার্ষিক সম্মেলন “F8” ডেভেলপার কনফারেন্স এবং জিডিসি কনফারেন্স।
ফেসবুক এ ব্যাপারে জানিয়েছেন, চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত হবার কথা ছিলো এবারের “এফ ৮” সম্মেলন। তবে বিশ্বব্যাপি করোনাভাইরাস আতঙ্কে আসন্ন ডেভেলপার কনফারেন্স স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমাদের ডেভেলপার, সহযোগী, কর্মী ও ‘F8’ এর সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ ও নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও ফেসবুকের ডেভেলপার প্লাটফর্ম অ্যান্ড প্রোগ্রামসের ডিরেক্টর এ ব্যাপারে বলেন, “বৈশ্বিক ডেভেলপার কমিউনিটির সম্মানে প্রতি বছর ‘F8’ এর আয়োজন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কনফারেন্সের কারণে ডেভেলপার কমিউনিটির স্বাস্থ্য বিষয়ক আশঙ্কাটি উড়িয়ে দেয়া যায় না। কোভিড-১৯ রোগ মহামারী আকারে ছড়ানোতে ‘F8’ ডেভেলপার সম্মেলনটি বাতিল করছি। তবে কনফারেন্সের বদলে ভিডিও প্রেজেন্টশন, লাইভ স্ট্রিমিংয়ে কনটেন্ট প্রচার এবং স্থানীয়ভাবে ছোটখাটো ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।“
অন্যদিকে, গেইম ডেভেলপারস কনফারেন্স (জিডিসি) মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বাতিল ঘোষণা করেছে আয়োজক প্রতিষ্ঠান ইনফর্মা। তবে তারা কিছু সেশন অনলাইনে প্রচার করতে পারে। করোনাভাইরাসের কারনে জিডিসি থেকে মাইক্রোসফট, সনি, ইউনিটি, এপিক গেইমস তাদের নাম পুর্বেই প্রত্যাহার করেছিলো।
জিডিসি হলো, গেইম ডেভেলপার ও পাবলিশারদের সবচেয়ে বড় সম্মেলন। ডেভেলপার ও পাবলিশাররা নিজেদের শেখা টেকনিকগুলো নিয়ে এখানে আলোচনা করে থাকেন। ‘F8’ ও জিডিসি কনফারেন্স বাতিলের আগে বার্সেলোনায় ‘মোবাইল ওয়াল্ড কনফারেন্সটি(এমডাব্লিউসি)’ হওয়ার কথা থাকলেও করোনা আতঙ্কে বাতিল ঘোষণা করা হয়েছিল।