শ্যাডো নিউজঃ যেকোনো ভিসা কার্ড থেকে এখন খুব সহজে কোনো ধরনের চার্জ ছাড়াই বিকাশ একাউন্টে টাকা আনা যাবে। বিকাশের ‘অ্যাড মানি’ সেবার মাধ্যমে বাংলাদেশের যেকোনো ব্যাংকের ইস্যুকৃত ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে দেশের লক্ষ লক্ষ গ্রাহক মুহূর্তেই বিকাশ একাউন্টে টাকা আনতে পারবেন। এ সেবায় প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে এই উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটি বলছে, চলমান পরিস্থিতিতে গ্রাহকরা এজেন্ট পয়েন্টে গিয়ে ক্যাশ-ইন না করে ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে টাকা এনে প্রয়োজন অনুযায়ী খরচ করতে পারবেন। এছাড়াও পরবর্তীতে সহজে ভিসা কার্ড থেকে টাকা আনার সুবিধার্থে গ্রাহক চাইলে একটি বা একাধিক ভিসা কার্ডের তথ্য বিকাশ অ্যাপে সংরক্ষণ করে রাখতে পারবেন।
বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার পদ্ধতি জানিয়ে প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাশ অ্যাপের অ্যাড মানি অপশন থেকে কার্ড টু বিকাশ এবং ভিসা নির্বাচন করে, ভিসা কার্ডের তথ্য সংযুক্ত করে, টাকার অঙ্ক, ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ও বিকাশ পিন দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর তাৎক্ষণিকভাবে টাকা চলে আসবে বিকাশ অ্যাকাউন্টে।
সংশ্লিষ্টরা মনে করেন, ভিসা থেকে বিকাশে টাকা আনার এই পন্থা গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করবে এবং বিকাশের মাধ্যমে মোবাইল রিচার্জ, সেন্ড মানি, পেমেন্ট, ইউটিলিটি বিল প্রদান, টিকিট কেনা, বিমার কিস্তি পরিশোধ, মানি ট্রান্সফার ইত্যাদির মতো প্রয়োজনীয় সেবা হবে আরো সহজ ও ঝামেলাবিহীন।
বিকাশ মোবাইল ফোন ভিত্তিক অর্থ আদান প্রদানের একটি পরিষেবা। দেশের প্রান্তিক জনগণের আওতায় আর্থিক সেবা নিয়ে আসার লক্ষ্যে ২০১১ এর ২১ এ জুলাই বিকাশ আনুষ্ঠানিকভাবে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানের কার্যক্রম শুরু করে।