বাংলাদেশের প্রথম বিশ্বকাপ নিয়ে আগামীকাল বিকেলে দেশে ফিরবে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। গত রোববার যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে বৃষ্টি আইনে তিন উইকেটে হারিয়ে প্রথমবার শিরোপা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দেশে ফিরছে আজ বুধবার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাভাপতি নাজমুল হাসান পাপন এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানাবেন।দেশে ফিরেই যুবাদের দল পেতে যাচ্ছেন ওয়াটার ক্যানন স্যালুট। ক্রীড়াঙ্গনের কোন অর্জনে এবারই প্রথম এমন কিছুর নজির গড়তে যাচ্ছে বিসিবি।
আজ বিকাল ৪টা ৫৫ মিনিটে দেশে ফিরবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সঙ্গে থাকবে বিশ্বকাপের সোনালী ট্রফি। তরুণ খেলোয়াড়দের প্রশংসা করে বিসিবি সভাপতি বলেন, ‘খেলোয়াড়রা অনেক সেক্রিফাইজ করেছে, অনেক পরিশ্রম করেছে। তারা বাড়ি যেতে চায়। পরিবারের সঙ্গে দেখা করতে চায়। সে ব্যাপারেও আমরা ভাবছি।’