এইচএসসি কমপ্লিট করার পর কম বেশি সবারই ইচ্ছে থাকে নামি-দামি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। তবে ইচ্ছে থাকলেই ভর্তি হওয়া যায় না, এজন্য মুখোমুখি হতে হয় ভর্তিযুদ্ধের। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের ভর্তি প্রস্তুতির পাশাপাশি আবেদন প্রক্রিয়ার (ভর্তির ফরম পুরন, আবেদন ফি জমা দেওয়ার লাষ্ট ডেট, ভর্তি পরিক্ষার ডেট) বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য পেতে বেশ চিন্তিত থাকতে হয়। এছাড়া একেক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একেক জায়গায় গিয়ে পরীক্ষা দিতে হয়। মোটকথা একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নানা ভোগান্তির সম্মুখীন হতে হয়।
তাই এসব ভোগান্তি কমাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশের বৃহত্তম এডমিশন প্লাটফর্ম ‘অ্যাডমিশন অ্যাসিসট্যান্ট’। তারই ধারাবাহিকতায় অ্যাডমিশন অ্যাসিসট্যান্ট নিয়ে এসেছে বাংলাদেশে এই প্রথম বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়তায় ‘Admission infobot’ (অ্যাডমিশন ইনফোবট)।
ফলে শিক্ষার্থীরা যেকোনো বিশ্ববিদ্যালয়/মেডিকেল/ইন্জিনিয়ারিং/অধিভুক্ত কলেজের আবেদন প্রক্রিয়া, ভর্তি সার্কুলার লিংক, এলিজিবিলিটি চেকিং সহ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল তথ্য এখন একটি বটেই পাবেন!

অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট
অ্যাডমিশন ইনফোবটের বিষয়ে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান (সিইও) আবদুল্লাহ আল মামুন বলেন,
“অ্যাডমিশন চলাকালীন বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নানাবিধ চাপের মধ্যে থাকে। তার মাঝে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন অনেক গুরুত্বপূর্ণ। আর মেসেঞ্জারে যেহেতু শিক্ষার্থীরা প্রতিদিন একবার হলেও আসে। তাই মেসেঞ্জারে বটের মাধ্যমেই যদি তাদের কাছে প্রয়োজনীয় তথ্য গুলো পৌছে দেয়া যায় তাহলে তার কোন তথ্য মিস হওয়ার সম্ভাবনা থাকে না।”
তিনি আরও বলেন, “পাশাপাশি মেসেঞ্জার বটেই যেহেতু সব তথ্য পাওয়া যাচ্ছে তাই তার আলাদা কোন প্লাটফর্মেও যাওয়া লাগছে না। সেই চিন্তা থেকে আমরা মেসেঞ্জার বটের মাধ্যমে তথ্য সহায়তা প্রদান করার কাজ শুরু করি।”
অ্যাডমিশন অ্যাসিসট্যান্টের ‘অ্যাডমিশন ইনফোবট’ ফিচার সমূহ
‘অ্যাডমিশন অ্যাসিসট্যান্ট’ এর Admission infobot এর মাধ্যমে একজন শিক্ষার্থী যেকোনো বিশ্ববিদ্যালয়/ মেডিকেল/ইন্জিনিয়ারিং অধিভুক্ত কলেজের আবেদন প্রক্রিয়া, ভর্তি সার্কুলার লিংক ও আবেদন ফি, সিট, ইউনিট ও হল সংখ্যা, এলিজিবিলিটি চেকিং, প্রবেশপত্র ও সিটপ্ল্যান, ফর্ম ফিলাপের লাষ্ট ডেটসহ সকল বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য জানতে পারবেন।
এছাড়াও অ্যাডমিশন ইনফোবটের মাধ্যমে একজন শিক্ষার্থী তার ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন এবং সাবজেক্ট চয়েস দিতে পারবেন। তাছাড়া একজন শিক্ষার্থী ভর্তি প্রস্তুতির জন্য কোন বই পড়বে এজন্য রয়েছে রিকোমান্ডেড বই বাটন। থাকছে মোটিভেট মি বাটন। যার মাধ্যমে একজন শিক্ষার্থী অনুপ্রাণিত হতে পারবেন।
এছাড়া এই মেসেঞ্জার বট এর মাধ্যমে একজন শিক্ষার্থী তার পছন্দের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
যাদের অবদানে অ্যাডমিশন ইনফোবট
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাব্বির হোসেন নিলয়ের নেতৃত্বে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের এই ইনফোবট তৈরি করা হয়েছে। অ্যাডমিশন ইনফোবটের ডেভেলপার টিমে কাজ করেছেন, প্রনব সরকার রাহুল (বুটেক্স) ও নুর ই হাসনাইন সারিখা (বুটেক্স)। এছাড়া অ্যাডমিশন ইনফোবটের ডাটা এন্ট্রি ও ডাটা কালেকশন টিমে কাজ করেছেন যাথাক্রমে, হাবিবুর রহমান (যবিপ্রবি), পার্থ প্রতিম ব্রহ্ম (বশেমুরবিপ্রবি), মোঃ নাঈম মীর (জাবি), মোঃ নাঈম ইসলাম (শেকৃবি) , মোঃ মেহেদী হাসান (জবি), মোঃ নাঈমুল ইসলাম আরিফ (রাবি)।

অ্যাডমিশন ইনফোবটের নেতৃত্বে থাকা সাব্বির হোসেন নিলয় বলেন,
“আমরা চেষ্টা করেছি বটটিকে যথাসম্ভব ইউজার ফ্রেন্ডলি করার। একজন শিক্ষার্থীকে এডমিশন রিলেটেড যেকোন কোন প্রশ্নের উত্তর যাতে দিতে পারে আমরা অ্যাডমিশন ইনফোবটকে ঠিক সেইভাবে ট্রেইন করেছি। এছাড়াও এখানে টক টু হিউম্যান অপশন আছে, যেখানে সরাসরি আমাদের এডমিনের সাথে শিক্ষার্থীদের চ্যাট করার একটা সুযোগ থাকবে। আশা করি একজন শিক্ষার্থীকে আমরা সর্বোচ্চ সাহায্য করতে পারব।”
অ্যাডমিশন ইনফোবটের ডেভেলপার টিমের সদস্য প্রনব সরকার রাহুল বলেন,
“এডমিশন টাইমে প্রত্যেকটা ভার্সিটির পরিচিতি বা বিভিন্ন তথ্যাদি জানার জন্য গুগল এ সার্চ করে খুজে বের করাটা একজন এডমিশন শিক্ষার্থী’র জন্য অনেকটা সময়সাপেক্ষ, ভোগান্তির এবং অনেকে এটার সাথে অভ্যস্তও না। আবার অনেকের ডিভাইস এ স্পেস কম থাকার কারণে বা কনফিগারেশন কম হওয়ার কারণে তারা আমাদের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাপ থেকে এ সুবিধা গুলো নিতে পারতো না।”
প্রনব সরকার আরও বলেন, “তাই, তখন থেকেই মাথায় চিন্তা আসে ম্যাসেঞ্জার ফেসবুকের সাথে যেহেতু সবাই পরিচিত, তাই এটাকে কেন্দ্র করে কিছু করার এবং অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের প্রতিষ্ঠাতা মামুন ভাইও বিষয়টিতে সম্মতি দেন এ থেকেই আমাদের স্বপ্নের যাত্রা শুরু। আশা করি, একজন ভর্তি পরীক্ষার্থী ভর্তি প্রস্তুতিকে সহজ করে তোলার জন্য যা যা দরকার তার সব কিছুই সে আমাদের এপ এবং ইনফোবট থেকে পাবে।”
উল্লেখ্য, বিগত ৩ বছর ধরে “অ্যাডমিশন অ্যাসিস্ট্যন্ট অ্যাপ” বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের কাছে জনপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছে। বিগত ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রায় ৭৫,০০০ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য সহায়তা দিয়েছে প্রতিষ্ঠানটি।
আরো পড়ুন,
অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট যেভাবে হতে পারে এইচএসসি প্রস্তুতিতে সহায়িকা
ভার্চুয়াল ক্লাসরুম সুবিধা নিয়ে এলো অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট
ভর্তি পরীক্ষার্থীদের প্রকৃত বন্ধু অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট
আপনার মতামত দিন