এবার বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশের জন্য কোনো সুখবর এলো না। ২০১৭ সালে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশের সেরা আর্চার রোমান সানা ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিকে কোটা নিশ্চিত করেছিলেন। এবার রোমান রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডেই বাদ পড়েছেন।
শুধু রোমান একাই নন, এই ইভেন্টে বাংলাদেশের সব প্রতিযোগী, মহিলা ও কম্পাউন্ড ইভেন্টের এককসহ, বাংলাদেশের আর্চাররা পরাজিত হন। দলগত ইভেন্টে আগেই বিদায় নিশ্চিত হয়েছে। বাংলাদেশ দল ২৯ সেপ্টেম্বর বুধবার ভোরে ঢাকায় পৌঁছাবে।
রোমান সানা ইতালির ফেদেরিকো মুসোলির কাছে সরাসরি ০-৬ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হন। প্রথম সেটে প্রতিপক্ষ আর্চার করেন ২৭, রোমান ২৫। পরের দুই সেটে প্রতিপক্ষের আরচ্যার এক করে স্কোর বৃদ্ধি করেন আর রোমান সানা উল্টো এক কম করে স্কোর করেন। ফলে টানা তিন সেটে হারেন তিনি।
রোমান ১/৪৮ রাউন্ডে হারলেও হাকিম আহমেদ রুবেল চেক রিপাবলিকের মিচাল হলাহুলেককে ৬-৪ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ১/২৪ খেলায় উন্নীত হন। এই রাউন্ডে রুবেল চিলির রিকার্দো সোতোকে ৭-৩ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ১/১৬ খেলায় উন্নীত হন। সেখানে নেদারল্যান্ডের উইজলার স্টিভের নিকট ৪-৬ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হন রুবেল।
১/৪৮ খেলায় রাম কৃষ্ণ সাহা পর্তুগালের লুইস গনকালভেসকে ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে ১/২৪ খেলায় উন্নীত হন। ১/২৪ খেলায় রাম কৃষ্ণ সাহা মেক্সিকোর লুইস আলভারেজের নিকট ৪-৬ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হন।
মহিলা রিকার্ভ ইলিমিনেশন রাউন্ডের ১/৪৮ খেলায় বিউটি রায় স্লোভাকিয়ার ডেনিসা বারানকোভার নিকট ৪-৬ সেট পয়েন্টে পরাজিত হন।
কম্পাউন্ড পুরুষ একক ইলিমিনেশন রাউন্ডে অসীম কুমার দাস স্পেনের রামন লোপেজকে ১৪৩-১৪২ স্কোরের ব্যবধানে পরাজিত করে ১/২৪ খেলায় উন্নীত হন। ১/২৪ খেলায় অসীম কুমার দাস স্লোভাকিয়ার জোজেফ বসানস্কির নিকট ১৪৫-১৪৬ স্কোরের ব্যবধানে পরাজিত হন।
আরো পড়তে পারেন