শ্যাডো নিউজঃ তুষার ইমরান, বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রান তার(১১৭০৪)। সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও তার(৩১ টি) দখলে। অথচ এবারের বাংলাদেশ ক্রিকেট লিগ- বিসিএলের তিনি কোনো দল পাননি। বিপটেস্টের বেড়াজালে এখন তার প্রথম শ্রেণির ক্যারিয়ার হুমকির মুখে।
গতকাল হয়ে গেল বিসিএলের প্লেয়ার্স ড্রাফট। সাউথ জোন(১৯) ছাড়া অন্য তিন দল ২০ জন করে ক্রিকেটার স্কোয়াডে রেখেছে। তবে এই ৭৯ জনের মধ্যে নাম নেই অনেক পরিচিত ক্রিকেটারের।
তুষার ইমরানের মতো মোহাম্মদ শহীদ, অলক কাপালি, মার্শাল আইয়ুব, নাদিফ চৌধুরী, সাব্বির রহমান, আবু হায়দার রনি, মেহেদী হাসান রানা, ইলিয়াস সানির মতো ক্রিকেটাররা দল পাননি বিসিএলে।
গত বছর বিসিবি নর্থ জোনের হয়ে খেলা সাব্বির রহমানের জন্য আগ্রহ দেখায়নি কোনো দল। সাম্প্রতিক পারফর্মেন্স অবশ্য তার পক্ষে কথা বলে না। জাতীয় লিগে ৫ ম্যাচে করেছিলেন কেবল ১২৭ রান।
তবে মেহেদী হাসান রানার দল না পাওয়া এবারের প্লেয়ার্স ড্রাফটে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এবারের বিপিএলে দারুণ পারফর্ম করা মেহেদী হাসান রানা সবশেষ জাতীয় লিগেও ছিলেন দারুণ ছন্দে। তারপরও তিনি চার দলের ফ্রাঞ্চইজিদের নজরে আসতে পারেননি।
জাতীয় দলের দোরগোড়ায় থাকা পেসার আবু হায়দার রনিও দল পাননি। গতবার ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে খেলেছিলেন তিনি।
এছাড়া বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম হ্যাট্রিক করা বোলার অলক কাপালি, টেস্ট অভিষেকে আলো ছড়ানো ইলিয়াস সানির দল না পাওয়া ক্রিকেট মহলে আলোচনার জন্ম দিয়েছে।
বিসিএলে দল না পাওয়া ক্রিকেটারদের সুযোগ অবশ্য ফুরিয়ে যায়নি। ৪ দলের ৭৯ ক্রিকেটারদের কেউ ইঞ্জুরিতে পড়লে সুযোগ মিলতে পারে তাদের।
উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে বিসিবি নর্থ জোন ও বিসিবি সাউথ জোন। একই দিনে মিরপুর শের- ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ইসলামী ব্যাংক ইস্ট জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন।