বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এ অনুষ্ঠিত ‘স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ বিনির্মানে টেক্সটাইল সেক্টরের ভূমিকা‘ – শীর্ষক এক রচনা প্রতিযোগিতার ফলাফল আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি, ২০২০) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়। উক্ত প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেন যথাক্রমে বুটেক্সের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী এস.এম.সাইফুল ইসলাম এবং মেহবুবা মুনির নোভা। এবং প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেন ৪৪ তম ব্যাচের শিক্ষার্থী প্রিয়াঙ্কা সরকার।
উল্লেখ্য গত ১৫/১২/১৯ ইং তারিখে অত্র বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘বুটেক্স সাহিত্য সংসদ‘- এর পৃষ্ঠপোষকতায় বিজয় দিবস উপলক্ষে এ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বাংলাদেশের অর্থনীতিতে টেক্সটাইল সেক্টরের বিশদ ও গুরুত্বপূর্ণ অবদানের কথা মাথায় রেখে উক্ত বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতার আয়োজন করে।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়টির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদ এর ডীন ড. হোসনে আরা বেগম।
প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার হিসেবে ১ম, ২য় ও ৩য় স্থানের জন্য ক্রমান্বয়ে ৩০০০, ২০০০ ও ১০০০ টাকা অর্থমূল্য প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
ছবিতে- প্রতিযোগিতার বিজয়ীরা
রিপোর্টঃঃ আসিফ রায়হান তপু