মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এ এন্টি র্যাগিং কমিটি গঠন করা হয়েছে।
গত সোমবার (৯ মার্চ, ২০২০) বুটেক্সের রেজিস্ট্রার অধ্যাপক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উক্ত এ কমিটিতে ফ্যাশন ডিজাইন ও অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মশিউর রহমান খানকে সভাপতি এবং ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আহমেদ জালাল উদ্দিন ও ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শেখ মো. মামুন কবিরকে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয় ।
এ বিষয়ে সভাপতি ড. মশিউর রহমান খান জানান, “গঠিত এ কমিটির অনুমোদন ও প্রয়োজনীয় নির্দেশনা আমাদের হাতে এসেছে, এখন আলোচনা সাপেক্ষে এ কমিটি পরবর্তী করণীয় ঠিক করবে।”