২০২০-২১ শিক্ষাবর্ষে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এর স্থগিত ভর্তি পরীক্ষার নতুন তারিখ জানিয়েছে কর্তৃপক্ষ। ঘোষণা অনুযায়ী বুটেক্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর।
নতুন তারিখে বুটেক্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক আবুল কাশেম। তিনি বলেন,
বুটেক্সের ২০২০-২১ শিক্ষাবর্ষের লেভেল-১, টার্ম-১ এর ভর্তি পরীক্ষা আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিষয়টি একাডেমিক কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হবে। শিগগিরই ভর্তি পরীক্ষার সময় আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে।
প্রসঙ্গত, এর আগে গত ৫ আগস্ট করোনা পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ভর্তি পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।
ভর্তি পরীক্ষার মানবন্টন
- পদার্থবিজ্ঞান – ৬০
- রসায়ন – ৬০
- গণিত – ৬০
- ইংরেজি – ২০
- মোট: ২০০
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানবন্টন, সময়সূচি, আসনসংখ্যাসহ ভর্তি পরীক্ষার যাবতীয় সব তথ্য সম্পূর্ণ বিনামূল্যে এক সাথে জানতে ডাউনলোড করুন Admission Assistant অ্যাপ।
বুটেক্সের বিভাগভিত্তিক আসন সংখ্যা
- ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং- ৮০
- ফেব্রিক ইঞ্জিনিয়ারিং- ৮০
- ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং- ৮০
- এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং- ৮০
- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট- ৮০
- টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন- ৪০
- ইডাষ্ট্রিয়াল এন্ড প্রােডাকশন ইঞ্জিনিয়ারিং- ৪০
- টেক্সটাইল মেশিনারী ডিজাইন এন্ড মেইনটেনেন্স- ৪০
- ডাইজ এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং- ৪০
- এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং- ৪০
- মোট আসন সংখ্যা: ৬০০টি
উল্লেখ্য, বিগত ০৫ এপ্রিল থেকে ০৮ মে পর্যন্ত বুটেক্স ভর্তি পরীক্ষার জন্য টেলিটকের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিক আবেদনকারীদের থেকে ১৯ মে চূড়ান্ত আবেদনের জন্য যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তিতে ৯ হাজার জন শিক্ষার্থীকে চূড়ান্ত আবেদনের সুযোগ দেওয়ার কথা থাকলেও এবার সুযোগ দেওয়া হয়েছে ১৬ হাজার ৯১২ জন শিক্ষার্থীকে। মূলত, এইচএসসি পরীক্ষায় যেসব আবেদনকারীদের পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও ইংরেজি বিষয়ে ২০ পয়েন্ট ছিলো তাদের সবাইকে চূড়ান্ত আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রকৌশল শিক্ষায় একটি বিশেষায়িত এবং শীর্ষস্থানীয় গবেষণাধর্মী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি বস্ত্রকৌশল শিক্ষায় দেশের প্রথম ও একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির একমাত্র ক্যাম্পাস রাজধানী শহর ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত। শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে রয়েছে ৪ টি হল। এর মধ্যে ৩ টি হল ছাত্রদের জন্য এবং ১ টি হল ছাত্রীদের জন্য
আরো দেখুন,
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তির ফলাফল প্রকাশিত
গুচ্ছ জিএসটি সিলেকশন রেজাল্ট প্রকাশিত
বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সকল তথ্য এবং ভর্তি প্রস্তুতি এখন একটি প্লাটফর্মেই
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির ফলাফল প্রকাশিত