২০২০-২০২১ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তির স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের পরিষদ। পরবর্তীতে একাডেমিক কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঘোষণা অনুযায়ী বুয়েটে প্রাথমিক বাছাই পরীক্ষা আগামী ২০ ও ২১ অক্টোবর এবং চূড়ান্ত পরীক্ষা আগামী ৬ নভেম্বরে অনুষ্ঠিত হবে।
আজ শনিবার( ৪ সেপ্টেম্বর) বুয়েটে প্রাথমিক বাছাই পরীক্ষা ও চূড়ান্ত পরীক্ষার তারিখের বিষয়টি নিশ্চিত করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। তিনি বলেন,
বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠক সকল বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নিধারণ করেছে। সেখানে আমরা আমাদের ভর্তি পরীক্ষার তারিখ জানিয়েছি।
অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার আরও বলেন,
আগামী ২০ ও ২১ অক্টোবর আমাদের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণদের চূড়ান্ত পরীক্ষা নেয়া হবে ৬ নভেম্বর। একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এরপর আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেয়া হবে।
প্রসঙ্গত, এর আগে গত ২২ জুন করোনা পরিস্থিতি বিবেচনা করে বুয়েট ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
বুয়েটের বিভাগ ও আসন সংখ্যা
- রাসায়নিক প্রকৌশল বিভাগ – ৬০
- ধাতব প্রকৌশল বিভাগ – ৫০
- সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ – ১৯৫
- পানি সম্পদ প্রকৌশল বিভাগ – ৩০
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ – ১৮০
- নৌ স্থাপত্য ও সামুদ্রিক প্রকৌশল বিভাগ – ৫৫
- শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগ – ৩০
- বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ – ১৯৫
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ – ১২০
- বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ – ৩০
- স্থাপত্য বিভাগ – ৫৫
- নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ – ৩০
মোট আসন সংখ্যা – ১২১৫
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানবন্টন, সময়সূচি, আসনসংখ্যাসহ ভর্তি পরীক্ষার যাবতীয় সব তথ্য সম্পূর্ণ বিনামূল্যে এক সাথে জানতে ডাউনলোড করুন Admission Assistant অ্যাপ।
উল্লেখ্য, বুয়েটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশ নেয় ১২ হাজার ১৬১ জন শিক্ষার্থী। যেখানে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেছে ১২ জন শিক্ষার্থী।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রকৌশল-সম্পর্কিত শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি ঢাকা শহরের পলাশী এলাকায় অবস্থিত। কারিগরি শিক্ষা প্রসারের জন্য ১৮৭৬ সালে ঢাকা সার্ভে স্কুল নামে প্রতিষ্ঠিত স্কুলটি পরবর্তীতে আহসানউল্লাহ স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ে পরিণত হয়। বাংলাদেশের স্বাধীনতার পরে এর নাম হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৫ টি অনুষদে ১৮ টি বিভাগে শিক্ষার্থীরা অধ্যয়ন করছে। বর্তমানে বুয়েটে রয়েছে ৮ টি ছাত্রাবাস।
আরো দেখুন,
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তির ফলাফল প্রকাশিত
গুচ্ছ জিএসটি সিলেকশন রেজাল্ট প্রকাশিত
বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সকল তথ্য এবং ভর্তি প্রস্তুতি এখন একটি প্লাটফর্মেই