তুরস্ক সরকার স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি অধ্যয়নের জন্য ফুল-ফ্রি স্কলারশিপের ঘোষণা করেছে। বাংলাদেশ থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী সহ বিশ্বের প্রায় ১৫০ টি দেশের ৫ হাজার শিক্ষার্থীকে এই স্কলারশিপ দিয়ে থাকে।
উল্লেখযোগ্য সু্যোগ সুবিধা সমূহঃ
- অনার্সের ছাত্রদের জন্য থাকা-খাওয়া সম্পূর্ন ফ্রি। মাস্টার্স এবং পিএইচডি ছাত্ররা প্রথম বছর এই সুবিধা পাবে।
- সরকারী হেলথ ইন্সুরেন্স
- ইউনিভার্সিটি টিউশন ফি
- মাসিক বৃত্তি বাবদ অনার্সে ৮০০ লিরা, মাস্টার্সে ১১০০ লিরা এবং পিএইচডিতে ১৬০০ লিরা।
- প্রথমবার তুরস্কে আসার সময় এবং কোর্স শেষে দেশে যাওয়ার সময় মোট দুইবার বিমানের টিকেট দেওয়া হয়।
- প্রথম এক বছর (৯ মাস) ফ্রি তুর্কি ভাষা শিক্ষা কোর্স।
- ইউনিভার্সিটির মূল কোর্সে ভালো রেজাল্ট থাকলে ইরাসমুস সহ বিভিন্ন এক্সচেন্জ প্রোগ্রামে ইউরোপের যেকোন দেশে ১ সেমিস্টার/ ইয়ার পড়ার সুযোগ।
যোগ্যতা ও বয়সঃ
বিশেষ যোগ্যতা হিসেবে ৭০% নাম্বার থাকতে হবে এবং মেডিকেল এর ক্ষেত্রে ৯০% নাম্বার থাকতে হবে।
- স্নাতকের জন্য আবেদন করতে বয়স হতে হবে ২১ বছরের নিচে।
- স্নাতকোত্তর জন্য আবেদন করতে বয়স হতে হবে ৩০ বছরের নিচে।
- পিএইচডির জন্য আবেদন করতে বয়স হতে হবে ৩৫ বছরের নিচে।
- রিসার্চ প্রোগ্রামের জন্য আবেদন করতে বয়স হতে হবে ৪৫ বছরের নিচে।
যেভাবে আবেদন করতে হবেঃ
- ওয়েবসাইটে গিয়ে একটি একাউন্ট/বা প্রফাইল তৈরী করতে হবে
- এরপর আদেবন পত্র পুরণ করতে হবে
- সার্টিফিকেট, ছবি, পার্সপোট অথবা ন্যাশনাল আইডি আপলোড করবেন
- প্রফাইলের শেষ অপশনে সাবজেক্ট এবং ইউনিভার্সিটি সিলেক্ট করবেন।
যেসব ডকুমেন্ট দিতে হবে:
- প্রাতিষ্ঠানিক সকল সনদপত্র
- প্রাতিষ্ঠানিক সকল সনদপত্রের ফটোকপি
- ট্রান্সক্রিপ্ট
- এক কপি পরিচয়পত্র (জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা জন্ম সনদ)
- পাসপোর্ট সাইজ ফটো।
আবেদনের শেষ তারিখঃ ২০ ফেব্রুয়ারি, ২০২০
বিস্তারিতঃ https://turkiyeburslari.gov.tr/en