বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ‘র ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ মেধাতালিকা প্রকাশিত হয়েছে আজ ১৫ জানুয়ারি ২০২০, বুধবার।
এর প্রেক্ষিতে সংক্ষিপ্ত তালিকা দেয়া হলো-
A ইউনিট (New Call) | মেরিট পজিশন (শুরু) | মেরিট পজিশন (শেষ) | মোট (২৩জন) |
১ম শিফট | ৮৩তম | ৮৯তম | ৭ |
২য় শিফট | ৫৯তম | ৬১তম | ৩ |
৩য় শিফট | ৪০তম* | — | ১ |
৩য় শিফট | ১১৫তম | ১১৮তম | ৪ |
৪র্থ শিফট | ১৬১তম | ১৬৮তম | ৮ |
B ইউনিট (New Call) | মেরিট পজিশন (শুরু) | মেরিট পজিশন (শেষ) | মোট (২১ জন) |
১ম শিফট | ১৬৬তম | ১৭২তম | ৭ |
২য় শিফট* | ৯৪তম | — | ১ |
২য় শিফট | ১৩৫তম | ১৩৭তম | ২ |
৩য় শিফট | ১৫৭তম | ১৬২তম | ৬ |
৪র্থ শিফট | ১৬০তম | ১৬৪তম | ৫ |
C ইউনিট (New Call) | মেরিট পজিশন (শুরু) | মেরিট পজিশন (শেষ) | মোট (১৯ জন) |
১ম শিফট | ১১৯তম | ১২৫তম | ৫ |
২য় শিফট | ২৯০তম | ৩০৭তম | ১৪ |
D ইউনিট (New Call) | মেরিট পজিশন (শুরু) | মেরিট পজিশন (শেষ) | মোট (৬২ জন) |
১ম শিফট | ৩০৮তম | ৪৪১তম | ৩০ |
২য় শিফট | ২৩৫তম | ৪০১তম | ৩২ |
E ইউনিট (New Call) | মেরিট পজিশন (শুরু) | মেরিট পজিশন (শেষ) | মোট (৯ জন) |
৩য় শিফট | ১০১তম | ১০৪তম | ৪ |
৪র্থ শিফট | ৮৪তম | ৮৮তম | ৫ |
F ইউনিট (New Call) | মেরিট পজিশন (শুরু) | মেরিট পজিশন (শেষ) | মোট (২৯ জন) |
৩য় শিফট | ১১৯তম | ১২৫তম | ২৫ |
৪র্থ শিফট | ৮১তম | ৮৪তম | ৪ |
উক্ত মেধা তালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম আগামী মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০ (সকাল ৯টা থেকে দুপুর ১২টা).
*** আসনের খালি থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি প্রত্যাশী শিক্ষার্থীরা সশরীরে উপস্থিত হয়ে (তালিকাটি প্রকাশিত হবে ১৬ ই জানুয়ারি, ২০২০) আগামী ২১ শে জানুয়ারি ২০২০, দুপুর ২:৩০ – বিকাল ৩:০০ ভাইভার মুখোমুখি হওয়ার পরে ভর্তি হওয়ার সুযোগ পাবেন এবং বিষয় বরাদ্দের তালিকা ঝুলিয়ে দেয়া হবে বিকেল ৩:৩০টায় এবং অপেক্ষমান তালিকায় থাকা ভর্তিইচ্ছুদের সেদিন বিকেল ৫ টা পর্যন্ত ভর্তিপ্রক্রিয়া চলবে।
যাচাই-বাছাই ও ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে—
১। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট/প্রভিশনাল সার্টিফিকেট/প্রশংসা পত্র
২। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ট্রান্সক্রিপ্ট – এর ফটোকপি (প্রতিটির ৩কপি করে)।
৩। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
৪। ৩কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি(ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে ব্যবহৃত ছবির অনুরূপ)
৫। ভর্তির সময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।
৬। অনলাইনে পূরণকৃত চয়েজ ফরমের প্রিন্টকপি(রঙিন)।
**শিক্ষার্থীদের ভর্তি ফরমের মধ্যে রক্তের গ্রুপের তথ্য পূরণ করতে হবে। প্রাসঙ্গিক ভর্তির তারিখ এবং সময়ে একাডেমিক ভবনের সামনে বিনামূল্যে রক্তের গ্রুপিংয়ের সুবিধা পাওয়া যাবে (“বাঁধন”)।
সকল ইউনিট এ ভর্তি ফি ডিপার্টমেন্ট-ভেদে ৯০১৫/- টাকা থেকে ৯৫১৫/- টাকা পর্যন্ত।
https://brur.ac.bd/udergraduate/ ওয়েবসাইট থেকে ৬ষ্ঠ তালিকা এবং আজকে ১ম থেকে ৫ম মেধা তালিকায় ভর্তিকৃত , সাবজেক্ট এলোকেশন এবং অটো মাইগ্রেশন আপডেট লিস্ট প্রকাশিত হয়েছে; ১৬জানুুুুয়ারি অপেক্ষমাণ তালিকা, কোটা ভর্তির নতুন তলিকা প্রকাশিত হবে।