বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) এর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে (সম্মান) প্রথম বর্ষের চলমান ভর্তি প্রক্রিয়ার শেষ তালিকা প্রকাশ হবে আগামী ৫ ফেব্রুয়ারি বুধবার এবং উক্ত তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২০, বুধবার; সকাল ৯.০০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিভিন্ন অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আসন শূন্য থাকা সাপেক্ষে প্রকাশিত তালিকা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে।
কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ্ সভায় সভাপতিত্বে সোমবার দুপুর ১২টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির ১১ম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অব.) সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।
যাচাই-বাছাই ও ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে—
১। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট/প্রভিশনাল সার্টিফিকেট/প্রশংসা পত্র
২। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ট্রান্সক্রিপ্ট – এর ফটোকপি (প্রতিটির ৩কপি করে)।
৩। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
৪। ৩কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি(ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে ব্যবহৃত ছবির অনুরূপ)
৫। ভর্তির সময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে।
৬। অনলাইনে পূরণকৃত চয়েজ ফরমের প্রিন্টকপি(রঙিন)।
**শিক্ষার্থীদের ভর্তি ফরমের মধ্যে রক্তের গ্রুপের তথ্য পূরণ করতে হবে। প্রাসঙ্গিক ভর্তির তারিখ এবং সময়ে একাডেমিক ভবনের সামনে বিনামূল্যে রক্তের গ্রুপিংয়ের সুবিধা পাওয়া যাবে (“বাঁধন”)।
ভর্তি ফি ডিপার্টমেন্ট ভেদে ৯০১৫/- টাকা বা ৯৫১৫/- টাকা।