ব্রুনাই দারুসসালাম সরকার বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য সরকারি বৃত্তি ঘোষণা করেছে। ২০২০-২০২১ একাডেমীক সেশনে শিক্ষার্থীরা এই বৃত্তি নিয়ে ব্রুনাইতে সরকারী খরচে পড়াশোনা করতে পারবে।
যেসব বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেঃ
- ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম
- ইউনিভার্সিটি ইসলাম সুলতান শরিফ
- ইউনিভার্সিটি টেকনোলজি দারুসসালাম
- পলিটেকনিক দারুসসালাম।
উল্লেখযোগ্য সুযোগ সুবিধা সমূহঃ
- টিউশন ফী, পরীক্ষা ফীসহ যাবতীয় ফী ফ্রী।
- ব্রুনাই দারুসসালাম আসা যাওয়ার জন্য ইকোনমি ক্লাস বিমান টিকেট।
- মাসিক ব্যাক্তিগত ভাতা ব্রুনাই ৫০০ ডলার।
- মাসিক খাবারের ভাতা ব্রুনাই ১৫০ ডলার।
- বার্ষিক বই ভাতা ব্রুনাই ৬০০ ডলার।
- বিশ্ববিদ্যালয়ে থাকার ব্যবস্থা।
আবেদনের যোগ্যতা ও বয়সঃ
- আবেদনকারী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- আবেদনকারী সরকার মাধ্যমে মনোনীত হতে হবে।
- আবেদনকারী অবশ্যই শারীরিকভাবে ফিট থাকতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই ১৮ থেকে ২৫ বছর বয়সের মধ্যে হতে হবে আন্ডারগ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা কোর্সের জন্য এবং পোস্টগ্রাজুয়েশনের জন্য আবেদনকারী অবশ্যই ৩৫ বছর বয়স।
আবেদনের শেষ তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২০
আবেদন অনলাইনে করতে হবে।