দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠাতা,সাবেক সংসদ সদস্য এবং ভরসা গ্রুপ অব ইন্ডাস্টিজের চেয়ারম্যান আলহাজ্ব রহিম উদ্দিন ভরসা আর নেই।
আজ বুধবার ১১ মার্চ, ২০২০ দুপুর দেড়টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেশ কিছু দিন থেকে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
রহিম উদ্দিন ভরসা ১৯৩৪ সালে রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত মনের উদ্দিন পাইকার।
রহিম উদ্দিন ভরসা মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। জিয়াউর রহমানের শাসনামলে বিএনপিতে যোগ দিয়ে বিলুপ্ত রংপুর-১০ (বর্তমান রংপুর-৪) আসন থেকে ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি রংপুর চেম্বারের প্রেসিডেন্টসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক ছিলেন। এছাড়াও তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি ছিলেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নিজ ছোট ভাই ইসলামী জাতীয় ঐক্যফ্রন্টের করিম উদ্দিন ভরসার কাছে ও ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শিল্পপতি টিপু মুনশি’র কাছে রংপুর-৪ আসনের নির্বাচনে পরাজিত হন। তার প্রতিষ্ঠিত ১৫টিরও বেশি কোম্পানীতে কাজ করে হারাগাছসহ রংপুরের বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ জীবিকা নির্বাহ করেছে।
তাঁর ভাই করিম উদ্দিন ভরসা রংপুর-৪ আসনের সাবেক এমপি। এমদাদুল হক ভরসাসহ তাঁর ৩ ছেলে ও দুই মেয়ে।
শুক্রবার ঢাকা থেকে তার লাশ রংপুরে আনা হবে। পরে হারাগাছে জানাজা ও দাফনকার্য সম্পন্ন হবে।