জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল ১৪ই মার্চ রোজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত ভর্তি কার্যক্রম সমাপ্তিকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি শীর্ষক ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “কেন্দ্রীয় ভর্তি কমিটি (২০২০-২০২১)-এর সিদ্ধান্ত অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি কার্যক্রম এত দ্বারা সমাপ্ত ঘোষণা করা হলো।”
শেষ মেধাতালিকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে কতজন ভর্তি বাতিল করেছে এবং ভর্তি বাতিলের সংখ্যা যদি বেশি হয় তাহলে ফাঁকা আসন কিভাবে পূরণ করা হবে? তাঁর কাছ থেকে এমন বিষয়ে কোনো প্রকার তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষে সাধারণ গুচ্ছের অন্তর্ভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ করে এবং ২০২১ সালের নভেম্বরে তাদের সার্কুলার প্রকাশিত করে। যেখানে ১৫ই নভেম্বর থেকে ২৬শে নভেম্বর পর্যন্ত ২৭০৫টি সিটের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেয়া হয়। ২৭০৫টি সিটের বিপরীতে মোট আবেদন পরে প্রায় ৫২ হাজার। ৮ ডিসেম্বর ২০২১এ প্রথম ও ৮ মার্চ ২০২২এ সর্বশেষ দশম মেধাতালিকা প্রকাশ করা হয়।
আরো দেখুন,
বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সকল তথ্য এবং ভর্তি প্রস্তুতি এখন একটি প্লাটফর্মেই
মেডিকেল ভর্তি : কোন কলেজে কত আসন
অনুষ্ঠিত হয়েছে বিইউপি ভর্তি পরীক্ষা
ভিন্ন আঙ্গিকে ভর্তিচ্ছুদের সহায়তায় এগিয়ে আসলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা