ভারতের কলকাতাস্থ কেশব চন্দ্র ব্রহ্মানন্দ কলেজে আয়োজিত পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের ৩৬তম অধিবেশনে ভারত বহির্ভুত অন্যান্য দেশ বিভাগে ‘সেরা প্রবন্ধকার সম্মাননা’ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তাসনুভা রহমান শীলা।
‘চট্টগ্রামের সাংস্কৃতিক তৎপরতার একটি রূপরেখা’ শীর্ষক প্রবন্ধের জন্য তিনি এ সম্মাননায় ভূষিত হয়েছেন। সম্মাননা পেয়ে তিনি বলেন, ‘এ প্রাপ্তি আমাকে কাজের প্রতি দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে। একটি বিষয় আমি সব সময় মাথায় রেখে কাজ করে যেতে হবে। অল্প অল্প করে কাজ করব, কিন্তু কাজের মান যেন ঠিক থাকে সেদিকে যত্নশীল হতে হবে।’
উল্লেখ্য, তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ২০০২-২০০৩ শিক্ষাবর্ষে ভর্তি হন। পরে ২০১৩ সালে একই বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন এবং বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।