শ্যাডো নিউজঃ এমন বিদায় কেইবা চায়। এমন বিদায় সতীর্থকে কোন দলই বা দিতে চায়। তবে চাওয়ার সঙ্গে পাওয়া তো মেলে না সবসময়! ভারনন ফিল্যান্ডারের ক্ষেত্রেও হলো তাই। সেঞ্চুরিয়নের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৬ রানে ৪ উইকেট নিয়ে বিদায়ী সিরিজ শুরু করেছিলেন, এরপর থেকেই নিজেকে হারিয়ে খুঁজেছেন। শেষ টেস্টের প্রথম ইনিংসে ৫০ রানে ২ উইকেট নিলেন, তবে জস বাটলারের উইকেটে তার উদযাপনে বাড়াবাড়ি খুঁজে পেয়ে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করল আইসিসি।
ব্যাটিংয়ে ৩ বলে ৪ রানের পর দ্বিতীয় ইনিংসে বোলিং করতে গিয়ে মুখোমুখি হলেন দুঃস্বপ্নের। ৮ বল করার পর হ্যামস্ট্রিংয়ে টান পেলেন, ৯ম বল করার পর উঠে গেলেন, আর ফিরতে পারলেন না বোলিংয়ে। ব্যাটিংয়ে অবশ্য নেমেছিলেন, ১১ বলে ১০ রানের ইনিংস পরাজয়টা খুব একটা বিলম্বিত করতে পারেনি। ফিল্যান্ডার শেষবার টেস্ট আঙিনা ছেড়ে গেলেন। রেখে গেলেন দেশের মাটিতে কমপক্ষে ১০০ উইকেট নেওয়া পেসারদের মধ্যে সবচেয়ে ভাল গড়। দক্ষিণ আফ্রিকার হয়ে ৭ম সর্বোচ্চ ২৬৯ টি উইকেট তার দখলে, ব্যাটিংয়েও কম যাননি, রান করেছেন প্রায় দুই হাজার (১৯৪৪)। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৮০ টি উইকেটের পাশাপাশি করেছেন ৪৯৪১ রান।
কী এক বর্ণিল ক্যারিয়ার! স্বদেশী ডেল স্টেইনকে পিছনে ফেলে একসময় টেস্ট র্যাংকিং এ সেরা বোলারদের তালিকায় এক নাম্বারে ঊঠে এসেছিলেন ভারনন ফিল্যান্ডার।
বিদায় ভারনন ফিল্যান্ডার