করোনা পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই সময়টা খুবই খারাপ যাচ্ছে এইচ.এস.সি. ২০২০ পরীক্ষার্থীদের। একদিকে রয়েছে এইচ.এস.সি পরীক্ষার চিন্তা আবার অপরদিকে রয়েছে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে ভাবনা। স্বাভাবিকভাবেই ধারণা করা যায় এবার ভর্তি পরীক্ষার জন্য খুব একটা সময় পাওয়া যাবে না তারা। তাই এইচ.এস.সি. ২০২০ পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য পাশে রয়েছে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট ক্লাসরুম।
করোনাকালীন এই সময়ে দীর্ঘদিন বাসায় বসে থেকে সবাই মানসিকভাবে একটু ক্লান্ত হয়ে পড়া স্বাভাবিক। কিন্তু তাই বলে ভুলে গেলে চলবে না দরজায় কড়া নাড়ছে এইচ.এস.সি. পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। তাই নিজেকে সর্বদা প্রস্তুত রাখা চাই। কিন্তু নিজের প্রস্তুতি কতটুকু সেটা যাচাই করাও সমান গুরুত্বপূর্ণ। সে কথা মাথায় রেখেই দেশের অন্যতম বৃহত্তম শিক্ষাবিষয়ক প্লাটফর্ম অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসেছে ক্লাসরুম সুবিধা।
ক্লাসরুমের সুবিধাকে কাজে লাগিয়ে সহজেই যাচাই করে নেওয়া যাবে নিজের প্রস্তুতি৷ পরীক্ষা পদ্ধতি থাকবে একদম বোর্ড স্ট্যান্ডার্ড। তাই নিজেকে আরো এগিয়ে রাখতে এবং নিজের কনফিডেন্স ধরে রাখতে এই সুযোগ লুফে নেওয়ার কোন বিকল্প নেই। তবে এর কিছু ফিচার বিনামূল্যে হলেও কিছু কিছু ফিচার ব্যবহারের জন্য পেমেন্ট করতে হবে।
যে সকল সুবিধা রয়েছে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট ক্লাসরুমেঃ
১) লার্ন এন্ড প্র্যাকটিসঃ
প্রশ্নব্যাংক সেকশন থেকে অধ্যায়ভিত্তিক প্রস্তুতি নিয়ে নিজের প্রস্তুতি যাচাই করে নেওয়া যাবে প্র্যাকটিস এক্সাম সেকশন থেকে। প্রতিটি অধ্যায় থেকে প্রায় ১০০টি গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক এবং ৫ টি রচনামূলক প্রশ্ন থাকবে।
২) ফাইনাল মডেল টেস্টঃ
নিজে নিজে বিষয়ভিত্তিক লিখিত এবং নৈর্ব্যক্তিক পরীক্ষা দেওয়া যাবে। যার মাধ্যমে সহজে দূর করা যাবে পরীক্ষাভীতি।
৩) বোর্ড স্ট্যান্ডার্ড এক্সামঃ
নির্দিষ্ট রুটিন অনুসারে অনলাইনে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়া যাবে। সকল এক্সাম শেষে জিপিএ আকারে রেজাল্ট প্রকাশ করা হবে।
৪) প্রশ্নব্যাংক সমাধানঃ
বিষয়ভিত্তিক প্রতিটি অধ্যায়ই সমান গুরুত্বপূর্ণ। নৈর্ব্যক্তিক ও রচনামূলক প্রশ্ন এবং উত্তর দেখা যাবে এক জায়গায়।বিষয়ভিত্তিক প্রতিটি বোর্ডের ৩ বছরের প্রশ্নব্যাংক দেয়া হবে। যার মাঝে নৈর্ব্যক্তিক প্রশ্নসমূহ পরীক্ষা দেয়ার সুযোগ থাকবে।

৫) পারসোনাল কনসালটেন্সিঃ
পুরো বই থেকে যে কোন প্রশ্ন করা যাবে এবং অভিজ্ঞ শিক্ষক থেকে বুঝে নেওয়া যাবে পড়া। পড়ালেখা সংক্রান্ত যে কোন সমস্যার প্রয়োজনীয় সমাধান পাওয়া যাবে শিক্ষকদের কাছ থেকে।
৬) ফাইনাল সাজেশনঃ
পরীক্ষার রুটিন প্রকাশের সাথে সাথেই বাসায় বসে চূড়ান্ত প্রস্তুতির জন্য দেয়া হবে ফাইনাল সাজেশন। যা পরীক্ষায় ভালো ফলাফল পেতে এবং নিজেকে অন্যদের চেয়ে এগিয়ে রাখতে সাহায্য করবে।
৭) প্রোগ্রেস রিপোর্টঃ
শিক্ষার্থীরা পড়ালেখার উপর নির্ভর করে তার নিজস্ব প্রোগ্রেস রিপোর্ট দেখতে পারবে এবং প্রোগ্রেস রিপোর্ট দেখে তার কোন বিষয়ে দুর্বলতা আছে তা দেখে সে অনুসারে নিজের প্রস্তুতি ঝালিয়ে নিতে পারবে।

শিক্ষার্থীদের মনে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট ক্লাসরুম নিয়ে আরো কিছু প্রশ্ন আসতে পারে, যার বিস্তারিত তুলে ধরা হলো-
প্রশ্নঃ এই কোর্সটি কাদের জন্য প্রযোজ্য?
যারা ২০২০ সালে এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এই কোর্সটি প্রযোজ্য। যারা ভালোভাবেই পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলো কিন্তু করোনা পরিস্থিতির জন্য পড়ালেখা বাধাগ্রস্থ হয়েছে, তাদের জন্য এই কোর্সটি অনেক উপকারী হবে।
প্রশ্নঃ উক্ত কোর্সটি কি বিনামূল্যে নাকি কোন পেমেন্ট করতে হবে?
কোর্সটির কিছু অংশ বিনামূল্যে এক্সেস করা গেলেও পূর্ণাঙ্গ ফিচার পেতে নির্ধারিত পেমেন্ট করতে হবে।
প্রশ্নঃ কীভাবে প্যাকেজটি সাবস্ক্রাইব করবো?
- অ্যাপ বা ওয়েবসাইড এর “Subscribe” বাটনে ক্লিক করুন ।
- পছন্দের প্যাকেজ সিলেক্ট করুন।
- “Process to pay” বাটনে ক্লিক করুন।
- বিকাশ অথবা রকেট অথবা ভিসা বা মাস্টার কার্ড সিলেক্ট করে আপনার পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করুন।
প্রশ্নঃ কীভাবে ডিসকাউন্ট কুপন কোড ব্যবহার করবো?
কোর্সটি সাবস্ক্রাইব করার সময় কোনো ডিসকাউন্ট কুপন আছে কিনা জিজ্ঞেস করা হবে এবং সেখানে কুপন কোডটি বসিয়ে দিলেই মূল টাকা থেকে টাকা ডিসকাউন্ট হয়ে যাবে।
প্রশ্নঃ আমার নিজস্ব বিকাশ/রকেট/নগদ একাউন্ট নেই, আমি কীভাবে পেমেন্ট করবো?
ম্যানুয়ালি পেমেন্ট এর জন্য হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। ম্যানুয়াল পেমেন্ট হেল্পলাইন নাম্বার 01515-287150। এই নাম্বারে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যাবে।
প্রশ্নঃ সাবস্ক্রিপশন সাকসেসফুল হওয়ার পরও যদি কোর্স এক্সেস করতে না পারি কি করবো?
এমন সমস্যা হলে হেল্পলাইনে যোগাযোগ করতে হবে, সেক্ষেত্রে পেমেন্ট সংক্রান্ত তথ্য চাওয়া হতে পারে। যেমন: কোন নাম্বার থেকে পেমেন্ট করা হয়েছে, ট্রানজেকশন নাম্বার ইত্যাদি। তাই ফোন করার আগে এগুলো ঠিকভাবে চেক করে নিতে হবে।
প্রশ্নঃ কীভাবে লিখিত পরীক্ষায় অংশ নিবো এবং ফলাফল দেখবো?
ফাইনাল মডেল টেস্ট’ এবং ‘বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম’ এই ২ টা সেকশন হতে লিখিত পরীক্ষায় অংশ নেয়া যাবে। লিখিত এক্সাম শেষে নির্দিষ্ট প্রশ্নের পাশে থাকা ফাইল আপলোড বাটনে ক্লিক করে ঐ প্রশ্নের আন্সার এর ছবি আপলোড করতে হবে এবং খাতা দেখা শেষে নোটিফিকেশনের মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে।
প্রশ্নঃ কীভাবে আপনাদের প্রশ্ন করবো?
‘পারসোনাল কনসালটেন্সি’ ফিচার থেকে প্রশ্ন করা যাবে। প্রশ্ন করার ক্ষেত্রে বিষয় এবং ক্যাটাগরি সঠিকভাবে সিলেক্ট করে নিতে হবে। একটা টপিক যতক্ষণ না বুঝবে, ততক্ষণ প্রশ্ন করা যাবে।
প্রশ্নঃ যারা আপনাদের থেকে অ্যাডমিশন কোর্স কিনেছে, তাদের জন্য কি আলাদা ছাড় আছে?
যারা অ্যাডমিশন কোর্সটি কিনেছে তাদের জন্য এইচএসসি কোর্সে ৫০% ডিসকাউন্ট রয়েছে। এই ডিসকাউন্ট পেতে হেল্পলাইনে যোগাযোগ করতে হবে।
রেজিষ্ট্রেশন লিংকঃ
https://classroom.admissionassistant.com.bd/
অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট এর মুখপাত্র এবং প্রতিষ্ঠাতা, আবদুল্লাহ আল মামুন এর কাছে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট এর নতুন ফিচার ক্লাসরুম সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন,
“ক্লাসরুম ফিচার শিক্ষার্থীদের জন্য আমাদের স্পেশাল উপহার। তাদের সুবিধার কথা চিন্তা করেই তাদের জন্য আমরা নিয়ে এসেছি ক্লাসরুম সুবিধা। যেখান থেকে তারা তাদের প্রস্তুতি যাচাই করতে পারবে। বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নে তারা পরীক্ষা দিতে পারবে। এমনকি তাদের ফলাফলের পুনঃমূল্যায়নও করতে পারবে। এছাড়াও তারা সরাসরি শিক্ষকদের সাথে তাদের পড়াশুনা বিষয়ক যেকোন সমস্যা নিয়ে আলোচনা করতে পারবে। “