ভার্টিকাল ইনোভেশনস লিমিটেড একটি প্রযুক্তি সংস্থা। যা দেশের প্রতিটি আইওটি উদ্যোগকে সমর্থন করে এবং প্রচার করে। তাছাড়া আইওটির সাথে কাজ করা অন্যান্য সংস্থার সাথে সহযোগিতা করে।
এবার ভার্টিকাল ইনোভেশন আয়োজন করছে ব্লগ লেখা প্রতিযোগিতা।
প্রতিযোগিতার বিষয় সমূহ:
১. ইন্টারনেট অফ থিংস (Internet of Things)
২. অটোমেশন (Automation)
৩. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence)
প্রতিযোগিতার নিয়মাবলী:
১। একজন প্রতিযোগী সর্বোচ্চ একটি ব্লগ জমা দিতে পারবেন। |
২। ব্লগ বাংলা বা ইংরেজি ভাষায় লিখতে পারবেন। |
৩। সর্বোচ্চ ১০০০ শব্দের ব্লগ লিখতে হবে। |
৪। ব্লগ জমা দেওয়ার শেষ সময় ৯ই মে রাত ১১টা ৫৯ মিনিট। |
৫। প্রতিযোগিতার ৫০% নম্বর ফেসবুক রিএকশন/শেয়ারের এর মাধ্যমে নির্ধারিত হবে। |
৬। যে কোন বিষয়ে ভার্টিকাল ইনোভেশনসের সিদ্ধান্তই চূড়ান্ত। |
৭। আবেদনের লিংকে গিয়ে তথ্য পূরণ করে আবেদন করুন। |
পুরস্কার:
- প্রথম পুরষ্কারঃ ১,৫০০ টাকা
- দ্বিতীয় পুরষ্কারঃ ১,০০০ টাকা
- তৃতীয় পুরষ্কারঃ ৫০০ টাকা
- এছাড়া নির্বাচিত সকল ব্লগ আয়োজকদের ফেসবুক পেইজ এবং ওয়েবসাইট থেকে প্রকাশ করা হবে।
আবেদনের শেষ তারিখ: মে ৯, ২০২০