শ্যাডো নিউজঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৪ হাজারেরে বেশি মানুষ প্রান হারিয়েছেন! এটি থেকে বাঁচতে সবাই এখন হোম কোয়ারান্টাইনে অবস্থান করছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা তাদের নিজ নিজ বাসায় বসে অফিসের কাজ করছেন। ফলে ইন্টারনেট গ্রিডে বেশ চাপ পড়তে শুরু করেছে। ইন্টারনেটের এই চাপ কমাতে এবার সারা বিশ্বব্যাপি ভিডিও কোয়ালিটি কমানোর কথা জানিয়েছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব। বিশ্বজুড়েই এক মাসের জন্য ভিডিও কোয়ালিটি কমিয়ে দিচ্ছে ইউটিউব। আজ থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে।
ইউটিউব জানিয়েছে, মঙ্গলবার থেকে শুরু করে পরবর্তী কয়েকদিনের মধ্যেই সব দেশেই পরিবর্তিত হয়ে যাবে ইউটিউবের ভিডিও মান। ইউটিবের মাসিক ব্যবহারকারী সংখ্যা প্রায় দুইশ’ কোটি! এদিকে, মানুষ বর্তমানে বাসায় সময় কাটানোয় গোটা ইউটিউব ব্যবহারের গতানুগতিক ছকেও এসেছে পরিবর্তন। মানুষ এখন বাড়তি সময় ব্যয় করছেন সাইটটিতে।
গত সপ্তাহে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে নিজেদের ভিডিও স্ট্রিমের মান কমিয়ে দিয়েছিল ইউটিউব। পরবর্তীতে সার্বিক দিক বিবেচনা করে গতকাল মঙ্গলবারে পুরো বিশ্বে ৩০ দিনের জন্য ভিডিও স্ট্রিমের মান কমনোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
গুগল এক বিবৃতিতে জানিয়েছে,গুগল এক বিবৃতিতে বলেছে, “আমরা এই অভূতপূর্ব পরিস্থিতির সময়ে সিস্টেমের উপর চাপ কমাতে আমাদের অংশটি নিতে বিশ্বজুড়ে সরকার ও নেটওয়ার্ক অপারেটরদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছি।”
ডিফল্ট ভিডিও কোয়ালিটি নামিয়ে আনা হবে স্ট্যান্ডার্ড ডেফিনেশেনে (৪৮০ পিক্সেল)। তবে চাইলে এইচডি রেজুলেশনেও ভিডিও দেখা যাবে। তবে তা ব্যবহারকারীকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে।
করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী ব্যাপক লকডাউন অবস্থা সৃষ্টি হওয়ায় ভিডিও কনটেন্টের চাহিদা বেড়েছে ব্যাপক হারে। হঠাৎ এই বর্ধিত চাহিদার সঙ্গে খাপ খাওয়াতে ইউরোপে ভিডিও কোয়ালিটি কমানোর সিদ্ধান্ত নিয়েছিল ইউটিউব। এবার নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুরো এক মাস সারা বিশ্বেই ৪৮০ পিক্সেলের ভিডিও অটোপ্লে হবে।
জনপ্রিয় প্লাটফর্মটি সিদ্ধান্ত নিয়েছে তাদের সব ভিডিওতে এই সংকটকালীন সময়ে ডিফল্ট রেজুলেশন হবে ৪৮০পিক্সেলের। তবে ব্যবহারকারীগন চাইলে সেটিকে বাড়িয়ে নিতে পারবে।
সংকটময় এ পরিস্থিতিতে ব্যান্ডইউথের উপর চাপ কমাতে সারা বিশ্বের সরকার ও নেটওয়ার্ক অপারেটরদের সঙ্গে তারা কাজ করছে।
শুধু ইউটিউব নয়, ফেইসবুক, নেটফ্লিক্স, অ্যাপল, গুগল, অ্যামাজন, ডিজনি, বিবিসিসহ বেশিরভাগ কনটেন্ট কোম্পানি তাদের ভিডিও কোয়ালিটিকে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
ইউটিউব(YouTube) হলো একটি ভিডিও আদান-প্রদান করার ওয়েবসাইট। ওয়েব ২.০ এর অন্যতম কর্ণধার ইউটিউব বর্তমান ইন্টারনেট জগতের একটি অত্যন্ত জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট যা এর ব্যবহারকারীদের ভিডিও আপলোড, ভিডিও উপভোগ করা, এবং আদান-প্রদানের সুবিধা দান করে আসছে। সাইটটিতে আরো রয়েছে ভিডিও পর্যালোচনা, অভিমত প্রদান সহ নানা প্রয়োজনীয় সুবিধা।
২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি(১৫ বছর আগে) চ্যড হারলি, স্টিভ চ্যান ও বাংলাদেশী বংশোদ্ভূত জাওয়াদ করিমের হাত ধরে ইউটিউব তার যাত্রা শুরু করেছিল।