আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। ২৭ মার্চ জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের ডাক দেন। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে জনপ্রিয় সার্চ ইন্জিন গুগল তাদের হোম পেজে নিজস্ব লোগোর পরিবর্তে বিশেষ একটি ডুডল ব্যবহার করেছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত ১২টার পর থেকেই গুগলের হোম পেজে ডুডলটি দেখা যাচ্ছে।ডুডলটিতে দেখা যাচ্ছে, লাল-সবুজ রঙের ভিতরে সাদা রঙে ইংরেজিতে লেখা গুগল। তার ওপরে লাল-সবুজ অর্ধ বৃত্তাকারের মধ্যে নীল আকাশের ক্যানভাসে পতপত করে উড়ছে বাংলাদেশের পতাকা।
গুগল তাদের ডুডল পেজে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছে, আজকের ডুডল বাংলাদেশের স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে। যা একাত্তরের এই দিনে দেশটির সার্বভৌমত্বের ঘোষণার স্মরণ করে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদের শ্রদ্ধা জানানোর জন্য রাজধানী ঢকার অদূরে সাভারে নির্মিত জাতীয় স্মৃতিসৌধে আজকের উদযাপনের সরকারী কেন্দ্রবিন্দু হিসাবে দাঁড়িয়েছে। নাগরিকরা স্মৃতিসৌধে জড়ো হয়ে তাদের জাতীয় বীরদের শ্রদ্ধা জানায়। তাদের মধ্যে অনেকেই বাংলাদেশের পতাকাটির প্রতীকী সবুজ এবং লাল রঙের পোশাক পরেন, যা ডুডল শিল্পকর্মে চিত্রিত হয়েছে।
গুগলের ডুডলে ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং স্বাধীনতা দিবস নিয়ে বিভিন্ন তথ্যভিত্তিক ওয়েবসাইটগুলো দেখাচ্ছে।
উল্লেখ্য, গুগল ২০১৩ সাল থেকে বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে ডুডল প্রকাশ করে আসছে। আজকের এই ডুডলটি শুধু বাংলাদেশের ব্যবহারকরীদের জন্যই প্রকাশ করা হয়েছে।
গুগল ডুডল হলো, গুগল কর্তৃক ডিজাইনকৃত বিশেষ কোন অর্জন, বিশেষ কোন ঘটনা, বা বিখ্যাত কোন ব্যক্তির স্বরণে গুগলের হোম পেইজে তাদের নিজস্ব লোগোর পরিবর্তে ব্যবহৃত লোগো। যেটি কোনো বিশেষ দিনে গুগলের হোমপেজে তাদের নিজস্ব লোগোর পরিবর্তে ব্যবহার করা হয়। ১৯৯৮ সালের ৩০ আগষ্ট গুগল প্রথম তাদের হোম পেইজে ডুডল প্রকাশ করেছিল। ১৯৯৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত গুগল ২ হাজারেরও বেশি ডুডল প্রকাশ করেছে।