শ্যাডো নিউজঃ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক কম্পিউটার প্রযুক্তি হার্ডওয়্যার ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট এবার অ্যানড্রয়েড ব্যবহারকারিদের সুবিধার জন্য মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, ও পাওয়ার পয়েন্ট অ্যাপগুলোকে আরও সহজ করে নিয়ে আসল অল-ইন-ওয়ান । ব্যবহারকারী একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে মাইক্রোসফটের সব অ্যাপগুলো ব্যবহারের সুযোগ পাবেন! ফলে ব্যবহারকরীর সময়ও বাঁচবে।
অল-ইন-ওয়ান অ্যাপটি অ্যানড্রয়েড ব্যবহারকরীদের জন্য উম্মুক্ত করে দিলেও ক্রমবুক এবং অ্যানড্রয়েড ট্যাবগুলো পুরোপুরি সাপোর্ট করবে না। তাছাড়া আইওএস প্লাটফর্মে এখনো এটি ছাড়া হয়নি।
অ্যানড্রয়েড ব্যবহারকারীগন অ্যাপটি ডাউন করলে মাইক্রোসফট ওয়ার্ড, এস্কেল, পাওয়ার পয়েন্ট অ্যাপগুলো আলাদাভাবে ডাউনলোড করতে হবে না। এছাড়াও অ্যাপটিতে ডকুমেন্ট স্ক্যানিং সুবিধাসহ ওয়ান ড্রাইভ ইন্টিগ্রেশন ফিচারটিও থাকবে এমনটিই জানিয়েছেন মাইক্রোসফট কতৃপক্ষ। অ্যাপটি নিয়ে ২০১৯ সালের শুরুর দিকে মাইক্রোসফট পরিক্ষা শুরু করেছিলো। পরবর্তীতে পাবলিক রিভিউ উম্মুক্ত করা হয়। গুগল ও মাইক্রোসফট পৃথকভাবে বিভিন্ন অ্যাপের সেবা দিয়ে যাচ্ছে। তার মধ্যে অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারিদের জন্য অল-ইন-ওয়ান অ্যাপটি কয়েকটি কাজ এক সাথে করার জন্য চলার পথে দারুণ সমাধান দিবে বলে আশা করা যাচ্ছে। এবং এটির অধিকাংশ ফিচারগুলো ফ্রীতেই পাওয়া যাবে!
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য মাইক্রোসফট তাদের ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট ও এক্সেল অ্যাপকে আরও সহজভাবে আনছে। এখন একক একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে মাইক্রোসফটের সব কটি অ্যাপ ব্যবহারের সুযোগ থাকবে। এতে একাধিক নথিতে কাজ করার সময় ব্যবহারকারীর সময় বাঁচবে। ইউনিফায়েড অফিস অ্যাপ হিসেবে মাইক্রোসফট কয়েক মাস ধরে সেবাটি পরীক্ষামূলকভাবে চালাচ্ছিল।
অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোনের জন্য অল-ইন-ওয়ান অ্যাপটি উন্মুক্ত করা হলেও অ্যান্ড্রয়েড ট্যাব, ক্রোমবুকে পুরোপুরি সমর্থন করবে না এটি। আইওএস প্ল্যাটফর্মেও এখনো এটি ছাড়া হয়নি।
মাইক্রোসফট কর্তৃপক্ষ বলছে, নতুন অ্যাপটি ব্যবহারের ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীকে আলাদা করে ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট ও এক্সেল অ্যাপ ডাউনলোড করা লাগবে না। এতে বাড়তি ফিচার হিসেবে ওয়ানড্রাইভ ইন্টিগ্রেশন ও অফিস লেন্স ব্যবহার করে ডকুমেন্ট স্ক্যানিং সুবিধা থাকবে।
২০১৯ সালের শুরুর দিকে মাইক্রোসফট এ অ্যাপ পরীক্ষা শুরু করে। এরপর পাবলিক রিভিউ উন্মুক্ত করে। এবারে পরীক্ষামূলক পর্যায় শেষ করছে মাইক্রোসফট।
মোবাইল ফোনে মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি প্রোডাকটিভিটি সফটওয়্যার হিসেবে চলতি পথে দারুণ সমাধান। এর অধিকাংশ ফিচারই বিনা মূল্যে। গুগল ও মাইক্রোসফট পৃথক পৃথকভাবে বিভিন্ন প্রোডাকটিভিটি অ্যাপের সেবা দিচ্ছে। এর মধ্যে মাইক্রোসফটের একত্রে সেবা দেওয়ার বিষয়টি অনেক কাজ সহজে সমাধান করার সুবিধা হিসেবেই দেখবেন গ্রাহকেরা।
জনপ্রিয় উৎপাদনকারী প্রতিষ্টানটি ১৯৭৫ সালের ৪ঠা এপ্রিল বিল গেটস ও পল এলেনের হাত ধরে যাত্রা শুরু করেছিলো। কোম্পানিটি উইন্ডোস অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট অফিস, এক্সবক্স, স্কাইপ(skype) নামক সেবাগুলো দিয়ে থাকে।