আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফটোগ্রাফি কন্টেস্টের আয়োজন করেছে বাংলাদেশ ফটোশ্যুট অ্যাসোসিয়েশন। “একুশের ফটোগ্রাফি” নামে এই ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে তারা।
এই প্রতিযোগিতায় একজন ফটোগ্রাফার মাতৃভাষা উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কার্যক্রম যেমনঃ প্রভাতফেরী, শহীদ মিনারে ফুল দেয়া, ২১ শে ফেব্রুয়ারি সম্পর্কে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোকচিত্র, নিজের সৃজনশীলতা দিয়ে তৈরি করা আলোকচিত্র ইত্যাদি দিতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট প্রদান করবে। একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি ছবি পোষ্ট করতে পারবেন।
অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন ফটোগ্রাফাররা। অনলাইনে রেজিস্ট্রেশন সম্পর্কে তারা কিছু নিয়মাবলী দিয়েছে। নিয়মাবলীগুলো মধ্যে রয়েছে-
- ফরমে দেওয়া তথ্যগুলো সঠিক ভাবে পূরণ করুন।
- একটি এক্টিভ ইমেই্ল প্রদান করুন। আপনার ইমেইলে একটি অংশগ্রহণকারী কোড দেওয়া হবে। ( অংশগ্রহণকারী কোড ছাড়া ছবি এপ্রুভ করা হবেনা )
- সকল তথ্য পূরণ করে সাবমিট করার পর এক ঘন্টার মধ্যে আপনার আপনার ইমেইল অংশগ্রহণকারী কোড পাঠানো হবে। যদি ফরম সাবমিট করার এক ঘন্টার মধ্যে অংশগ্রহণকারী কোড না পান তাহলে অনুগ্রহ করে পুনরায় ফরটি পূরণ করে সাবমিট করুন।
আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কন্টেস্টের অনলাইন রেজিষ্ট্রেশন। রেজিস্ট্রেশনের সময় থেকে ২১ ফেব্রুয়ারি রাত ৮ টা পর্যন্ত ছবি পাঠাতে পারবেন অংশগ্রহণকারীরা। এই প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে থাকছে “Shadow News”।
আপনার মতামত দিন