বর্তমানে গুগলে চাকরি পাওয়াটা যেন সোনার হরিণ।দেশের বিভিন্ন নামি দামি স্কুল-কলেজে পড়েও অনেকের আকাঙ্ক্ষা শুধু আকাঙ্ক্ষাই থেকে যায়। কিন্তু মাদ্রাসা থেকে পড়াশোনা করে এক ছাত্র আজ সোনার হরিণকে পেয়ে গেছে।
সদ্য গুগলের ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেয় নাদিমুল আবরার। তার পিতা আবদুল কাদের।আবরার এর পিতা কুমিল্লা বোর্ডের পরিচালক। তিনি চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাস করেন।
আবরার ফেনীর “জামিয়াতুল ফালাহিয়া মাদ্রাসা ” থেকে দাখিল পর্যন্ত পড়ালেখা করেন। তারপর তিনি “ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ” থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস করেন। উচ্চমাধ্যমিক শেষ করেই তিনি “বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়” এ “কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ” বিভাগে ভর্তি হন।
গত শুক্রবার পোল্যান্ড গুগলের ওয়ারস্ অফিসে ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। আরো জানা যায়, বুয়েট পাস করার সাথে সাথেই সিঙ্গাপুরের একটি কোম্পানি এবং গুগল থেকেও চাকরির প্রস্তাব পান তিনি। দুইটা চাকরির মধ্যে তিনি গুগল এর প্রস্তাবটা বেছে নেন।
তার চাচা ড.এনাম-উল হক উক্ত তথ্য প্রকাশ করেন। ড.এনাম-উল হক হলেন “ইসলামী বিশ্ববিদ্যালয়ের” সাবেক উপাচার্য। তিনি আরও জানান যে, আবরার মাদ্রাসায় পড়া অবস্থাতেই অত্যন্ত মেধাবী ছিলেন।