শ্যাডো নিউজঃ বর্তমানে দ্রুততম সময়ে টাকা লেনদেনের অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম হলো, বিকাশ। আর এই বিকাশে টাকা লেনদেন করতে গিয়ে গ্রাহকেরা প্রায়শই প্রতারণার শিকার হয়ে থাকে। বিভিন্ন চক্র বিভিন্ন কারণ দেখিয়ে (অ্যাকাউন্ট ভেরিফাই) সু-কৌশলে গ্রাহকের অজান্তেই বহু টাকা হাতিয়ে নিচ্ছে।
তবে মোবাইল ব্যাংকিংয়ের এই প্রতিষ্ঠানটি এ ধরনের প্রতারণা বন্ধ করতে মাল্টি ডিভাইস লগইন সিস্টেম বন্ধ করে দিয়েছে। ফলে গ্রাহকেরা একটি অ্যাকাউন্ট থেকেই এখন টাকা লেনদেন করার সুযোগ পাবেন এবং প্রতারনার পথ অনেকটাই বন্ধ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
মোবাইল ফোন ভিত্তিক টাকা ট্রানজেকশনের বিকাশ এর কল্যানমুলক এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন।
গতকাল বুধবার রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, বিকাশ কর্তৃপক্ষ মাল্টি ডিভাইস লগইন বন্ধ করে দিয়েছে। অর্থাৎ একটি একাউন্ট থেকেই আপনি এখন ট্রানজেকশন করতে পারবেন। ওটিপি পিন নম্বর দিয়েও আর অন্য ডিভাইস থেকে একাউন্ট চালাতে পারবেন না।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘প্রতারকরা আপনার ওটিপি পিন নিয়ে আপনার একাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে পারবে না। আপাতত বন্ধ হয়ে গেল প্রতারকদের রাস্তা। সামান্য চেষ্টা করেছিলাম। বিকাশ গ্রাহকদের কল্যাণে কাজ করে যাচ্ছে তা প্রমাণিত হলো। সম্মান দিয়েছে অসংখ্য গ্রাহকদের। এজন্যই বলেছিলাম, আমরা পারি না এমন কিছু নেই। রক্ষা পেল গ্রাহকদের কষ্টার্জিত অর্থ প্রতারকদের কবল থেকে। এখন কিন্তু আপনার পালা। একাউন্টসহ মোবাইল আবার কারও হাতে দিয়ে দিয়েন না। মানুষের জন্য এ সাফল্যের আনন্দই আলাদা।’
গুগল প্লে ষ্টোর থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করতে লিংকটি করতে হবে। অ্যাপলের অ্যাপ ষ্টোর থেকে ডাউনলোড করতে লিংকটি করতে হবে।
আপনার মতামত দিন