বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি রাজধানীর বাড্ডায় অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “জাতীয় জব ফেয়ার-২০২০”।দুই দিন ব্যাপী এই জব ফেয়ারে দেশ ও বহুজাতিক মিলে প্রায় ৫৮ কোম্পানি অংশগ্রহণ করবে।
দেশের এই সবচেয়ে বড় জব ফেয়ারে আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার বিষয়ক সেন্টার “ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার”। সহযোগীতায় থাকবে বিশ্ববিদ্যালয়টির অ্যালমনাই এসোসিয়েশনসমূহ।
বাংলালিংক,হোন্ডা বাংলাদেশ,বিকাশ,রবি,এসিআই,আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড, ইস্টার্ণ ব্যাংক লিমিটেড,ডাটা পথ কোম্পানি,ক্রিয়েটিভ আইটি লিমিটেড,বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার,ডি.নেট,কাজী আইটি লিমিটেড,মেটলাইফ,ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি,রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড,সিঙ্গার বাংলাদেশ লিমিটেড,মুনসী গ্রুপ,মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক,নাভানা গ্রুপ,ইউনাইটেড গ্রুপের মত স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহ অংশ নিতে যাচ্ছে।
দুই দিন ব্যাপী এই জব ফেয়ারে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে যমুনা টিভি,রেডিও এবিসি ৮৯.২,একাত্তর টেলিভিশন,বণিক বার্তা,কালের কন্ঠ এবং দ্যা ডেইলি স্টার। বেভারেজ পার্টনার হিসেবে থাকছে নেসক্যাফে বাংলাদেশ।