শ্যাডো নিউজ:
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ৯৪ বছর বয়সী মাহাথির মোহাম্মদের পরবর্তী দীর্ঘ ২২বছর পর নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে দেশটি।
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন দেশটির ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান মুহিউদ্দীন ইয়াসিন।রাজার সামনে ন্যাশনাল প্যালেসে, মুহিউদ্দীন ইয়াসিন মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আগামীকাল রবিবার (১ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়।
দেশটির রাজা পাহাংয়ের সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ তাকে নিয়োগ দিয়েছেন।মালয়েশিয়ার সংবিধানের ৪৩(২)(এ) ধারা অনুসারে, দেশটির রাজা বেশির ভাগ সংসদ সদস্যের আস্থাভাজন সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন।
আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) উভয় পক্ষের সম্মতিতে মালয়েশিয়ার রাজা এ ঘোষণা দেন।এর আগে ২৪ ফেব্রুয়ারি (সোমবার) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ আকস্মিকভাবে পদত্যাগ করেন।তবে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন রাজা।
মাহাথির মোহাম্মদের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মুহিউদ্দীন ইয়াসিন। প্রধানমন্ত্রী পদে প্রার্থী করতে সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের দল পিকেআরের ১১ জন আইনপ্রণেতা তাকে সমর্থন দিয়েছেন। প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মুহিউদ্দীনের নাম এর আগেই ঘোষণা করেছিল মাহাথিরের দল মালয়েশিয়ার ইউনাইটেড আদিবাসী পার্টি (বারসাতু)।
মালয়েশিয়ার রাজ পরিবারের মুখপাত্র মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়ে জানান,দেশটির রাজা সংসদের ২২২ সদস্যের সঙ্গে সাক্ষাতের পর জোহর রাজ্যের পাগোহ থেকে নির্বাচিত মুহিউদ্দীন ইয়াসিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পেয়েছেন।
এদিকে মুহিদ্দীন প্রধানমন্ত্রী হওয়ার কারণে মাহাথিরের পর আনোয়ার ইব্রাহিমের ক্ষমতাগ্রহণের সুযোগ হাতছাড়া হলো। ২০১৮ সালের মে মাসের নির্বাচনে মাহাথির অবিশ্বাস্যভাবে ক্ষমতায় ফেরার আগে আনোয়ার ও তার মধ্যে ক্ষমতা ভাগাভাগির ব্যাপারে সমঝোতা হয়েছিল। তবে আনোয়ার ইব্রাহীমকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী হলেন মুহিদ্দীন ইয়াসিন।
মুহিউদ্দীন বিন হাজী মুহাম্মদ ইয়াসিন (জন্ম:১৫ মে,১৯৪৭) ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী একই সাথে সংসদ ও রাজ্য উভয় আসনই পেয়েছেন। তিনি পাগোহের সংসদ সদস্য, গাম্বিরের পক্ষে জোহর রাজ্য বিধানসভার সদস্য, পাকাতান হরপানের উপরাষ্ট্রপতি এবং পার্টি প্রবিমি বের্সাতু মালয়েশিয়ার রাষ্ট্রপতি।তিনি ২০০৯ থেকে ২০১৫ অবধি মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ছিলেন।মুহিউদ্দীন ইয়াসিনের জন্ম মালয়েশিয়ার জোহরের মুয়ারে।তাঁর বাবা হাজী মুহাম্মদ ইয়াসিন বিন মুহাম্মদ বুগিনিদের বংশোদ্ভূত মালে ছিলেন।তাঁর বাবা ছিলেন একজন ইসলামী ধর্মতত্ত্ববিদ ও আলেম, যদিও তাঁর মা হাজজাহ খাদিজা বিনতি কাসিম জাভানিজ বংশোদ্ভূত একজন মালয় ছিলেন।তিনি মাধ্যমিক শিক্ষা জোহরের মুয়ার উচ্চ বিদ্যালয়ে পেয়েছেন। পরবর্তীকালে, তিনি মালয়েশিয়া, কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং ১৯৭১ সালে অর্থনীতি এবং মালয় স্টাডিজ বিষয়ে অনার্স স্নাতক ডিগ্রি লাভ করেন।