২০২০-২০২১ শিক্ষাবর্ষে মেরিন একাডেমিসমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশিত হয়েছে। মেরিন একাডেমি ভর্তি পরীক্ষার কেন্দ্র সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা। আগামী ২৬ সেপ্টেম্বর মেরিন একাডেমির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটে মেরিন একাডেমি ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশিত হয়েছে।
ভর্তি পরীক্ষার মানবন্টন
মোট ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পদ্ধতিতে ২ ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। প্রতিটি নৈর্ব্যক্তিক এর মান ০.৫। পরবর্তীতে শারীরিক, মৌখিক ও চক্ষু পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- পদার্থ – ২৫ (৫০ টি প্রশ্ন)
- গণিত -২৫ (৫০ টি প্রশ্ন)
- ইংরেজি – ২৫ (৫০ টি প্রশ্ন)
- বাংলা ১০ (২০ টি প্রশ্ন)
- সাধারণ জ্ঞান – ১৫ (৩০ টি প্রশ্ন)
- মোট =১০০
মেরিন একাডেমির তালিকা ও আসনসংখ্যা
সরকারি একাডেমিসমূহ
- বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম (১৬০ জন ছাত্র ও ২০ জন ছাত্রী)
- বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর (৫০ জন ছাত্র)
- বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল (৫০ জন ছাত্র)
- বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট (৫০ জন ছাত্র)
- বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা (৫০ জন ছাত্র)
- মেরিন ফিশারীজ একাডেমি, চট্টগ্রাম (৬৫ জন ছাত্র ও ০৫ জন ছাত্রী)
বেসরকারি একাডেমিসমূহ
সম্পূর্ণ বিনামূল্যে মেরিন একাডেমিসহ সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানবন্টন, আসনসংখ্যা, সব ধরনের আপডেট তথ্যসহ যাবতীয় সব তথ্য এক সাথে জানা যাবে Admission Assistant অ্যাপের মাধ্যমে।
- ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি (১০০ জন ছাত্র)
- মাস মেরিন একাডেমি (৬০ জন ছাত্র)
- ওসেন মেরিন একাডেমি (১০০ জন ছাত্র)
- ওয়েষ্টার্ন মেরিন একাডেমি (৫৩ জন ছাত্র)
- ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি (৫০ জন ছাত্র)
উল্লেখ্য, সব একাডেমিতে মোট আসনের ৫০% নটিক্যাল বিভাগে ও ৫০% ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি করা হয়।
সরকারি মেরিন একাডেমিসমূহ ক্যাডেটদের চাকুরীপ্রাপ্তিতে সহায়তা করে থাকে এবং বেসরকারি মেরিন একাডেমিসমূহ ক্যাডেটদের চাকুরী দিতে বাধ্য থাকে।
বিগত বছরের পরিসংখ্যান
- মোট আবেদনকারী-২৬৭৯ জন
- ৪০ নম্বর পেয়ে মোট পাশ করেছে – ১৭২৭ জন
- স্বাস্থ্য পরীক্ষা ও ভাইবাতে পাশ করেছে – ১০৬৬ জন
- চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, আই ও ল্যান্টার্ন টেস্টে পাশ করে এবং চূড়ান্ত মেধাতালিকায় স্থান পায় – ৮২০ জন
- সরকারি মেরিন একাডেমিতে চান্স পাওয়া সর্বশেষ মেধাক্রম-৬১৫
লিখিত পরীক্ষা পরবর্তী স্বাস্থ্য পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার পর ই মেরিন একাডেমিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। সমন্বিতভাবে মেরিন একাডেমি ভর্তি পরীক্ষা ২০১৯ সালে ই সর্বপ্রথম শুরু হয়। এর আগে সকল একাডেমি আলাদা আলাদা ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করতো। বর্তমানে দেশে ৬ টি সরকারি মেরিন একাডেমি ও ৫ টি বেসরকারি মেরিন একাডেমিতে মোট ৮১৩ শিক্ষার্থী পড়ার সুযোগ রয়েছে।
আরো দেখুন,
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির ফলাফল প্রকাশিত
গুচ্ছ জিএসটি সিলেকশন রেজাল্ট প্রকাশিত
বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সকল তথ্য এবং ভর্তি প্রস্তুতি এখন একটি প্লাটফর্মেই
ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত
নিটোর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত