শ্যাডো নিউজঃ চ্যাট হিস্টোরি গায়েব করার জন্য স্ন্যাপচ্যাটের মতো ‘ভ্যানিশ মোড’ চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। নতুন এ সুবিধার মাধ্যমে মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের বার্তা দেখার পরে এবং চ্যাট বন্ধ হওয়ার পর চ্যাট হিস্টোরি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। ব্যবহারকারীরা চ্যাটের স্ক্রিণশট নিলে ম্যাসেঞ্জার এবং ইনস্টাগ্রাম সেটির নোটিফিকেশন দেখাবে।
ফেসবুক জানিয়েছে, ভ্যানিশ মোডে ম্যাসেঞ্জার এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীগণ টেক্সট চ্যাট, ইমোজি, ইমেজ, জিআইএফ, ভয়েস মেসেজ এবং স্টিকার পাঠাতে পারেন, যা দেখার পরে এবং ব্যবহারকারীদের চ্যাট বন্ধ হওয়ার পরে পরে অদৃশ্য হয়ে যাবে। আমরা সুরক্ষা এবং পছন্দকে মাথায় রেখে ভ্যানিশ মোডটি ডিজাইন করেছি। কেবলমাত্র ব্যবহারকারীর সাথে সংযুক্ত ব্যবহারকারীগন চ্যাটে বিনামূল্যে মোডটি ব্যবহার করতে পারবে। ভ্যানিশ মোডটির অপ্ট-ইনও রয়েছে। সুতরাং ব্যবহারকারী ভ্যানিশ মোড ব্যবহার করবেন কিনা তা বেছে নিতে পারবেন।

এছাড়া গায়েব মোড ব্যবহার করার সময় চ্যাটের স্ক্রিনশট নেওয়া হলে ব্যবহারকারীকে মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম নোটিফিকেশন দেখাবে। এবং ইউজার যদি কাউকে অনিরাপদ মনে করেন চাইলে ব্লক এবং রিপোর্ট করতে পারবেন।

তবে স্নাপচ্যাটের বিপরীতে ভ্যানিশ মোড ডিফল্ট সেটিংস নয়। ফিচারটি চালু করতে বিদ্যমান চ্যাট থ্রেডে ব্যবহারকারির মোবাইল ডিভাইসে সোয়াইপ করতে হবে। ভ্যানিশ মোড বন্ধ করতে স্ক্রিনের উপরের দিকে “Turn Off Vanish Mode” বাটনটি ব্যবহার করতে হবে।
ভ্যানিশ মোড ফিচারটি ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশে রোল আউট করা হয়েছে। এবং ফিচারটি শীগ্রই ইনস্টাগ্রামে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে লাইভ হবে।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচারের ঘোষণা দেয় ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। ফিচারটির মাধ্যমে সাত দিন পর পাঠানো মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ ফিচাী ব্যবহার করতে হোয়াটসঅ্যাপের চ্যাট ওপেন করে ‘কন্টাক্ট নেম’ এ ট্যাপ করে ধরলে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ অপশন আসবে।

‘Disaplearing messages’ অপশন থেকে ‘কন্টিনিউ’ অপশনটি ক্লিক করে ‘অন’ বাটন সিলেক্ট করতে হবে। চলতি মাসেই অ্যানড্রয়েড, আইওএস-সহ সব ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে।
আরো পড়ুনঃ
বন্ধ হচ্ছে গুগল ফটোজ এর আনলিমিটেড স্টোরেজ সুবিধা