জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের মেসেজিং অ্যাপ মেসেঞ্জার এবং ইন্সটাগ্রামে বেশ কয়েকটি নতুন ফিচার উন্মোচন করেছে। ফিচারগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো ইনস্টাগ্রাম থেকেই ইনবক্স দেখা যাবে এবং আপনি সম্প্রতি যাকে মেসেজ করেছেন তিনি আপনার ডিরেক্ট মেসেজ (ডিএম) দেখেছেন কিনা।
যোগাযোগ মাধ্যমটি মেসেঞ্জারে আরও একটি প্রয়োজনীয় ফিচার নিয়ে এসেছে। পুরনো চ্যাটকে সহজেই আর্কাইভ করার জন্য সোয়াইপ ফিচার যুক্ত করা হয়েছে। একইসাথে সংস্থাটি আর্কাইভ হওয়া কনভারসেশনগুলো সহজেই যাতে খুঁজে পাওয়া যায় এজন্য নতুন একটি ফিচার এনেছে। ফলে সার্চ ছাড়াই প্রোফাইল ফটোতে ক্লিক করার মাধ্যমে মেন্যু আইটেমে পাওয়া যাবে।

ফেসবুক অডিও ফিচার নিয়ে আসতে যাচ্ছে। এর মধ্যে লাইভ অডিও রুম ফিচার রয়েছে, যা অনেকটা জনপ্রিয় অ্যাপ ক্লাবহাউজের মতো। যেখানে ব্যবহারকারীরা কোন একটি লাইভ আলোচনার শ্রোতা হতে পারবে এবং তাতে অংশগ্রহণ করতে পারবে।
ব্যবহারকারীদের এখন থেকে মেসেঞ্জারের মাধ্যমে ভয়েস মেমো পাঠাতে চাইলে রেকর্ড বাটন ধরে রাখতে হবে না। এর পরিবর্তে মাইক আইকনে ট্যাপ করতে হবে। ফেসবুক জানিয়েছে, শীঘ্রই ইনস্টাগ্রামেও এই ফিচারটি আসছে।

এছাড়া নতুন আপডেটে আইওএস-এ ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা নিজের ছবি এবং ক্লিপ দিয়ে ফটো এবং ভিডিওতে রিপ্লাই দিতে পারছে। শীগ্রই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও ফিচারটি চালু হবে।

উল্লেখ্য, ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে দুটি নতুন চ্যাট থিম যুক্ত করেছে। একটি হলো, স্টার ওয়ার্স ভক্তদের জন্য এবং অন্যটি নেটফ্লিক্সের সেলিনা কুইন্টানিলা বায়োপিকের সাথে সম্পৃক্ত। উভয়ই লাইট এবং ডার্ক মোড রয়েছে। থিমগুলো চ্যাট সেটিংস থেকে পরিবর্তন করা যাবে।