শ্যাডো নিউজঃ করোনাভাইরাস প্রতিরোধে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন কমাতে সুবিধা বাড়ালো বাংলাদেশ ব্যাংক। ব্যক্তি পর্যায়ে বিকাশ, রকেট, নগদসহ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসগুলোতে মাসিক লেনদেনের সীমা ৭৫হাজার টাকা থেকে ২ লাখ টাকা করা হয়েছে। এবং কোন চার্জ ছাড়াই দিনে একবার ক্যাশ আউট করা যাবে!
এছাড়াও ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় দ্রব্যাদি ও ওষুধ ক্রয়ের ক্ষেত্রে দিনে ১৫ হাজার ও প্রতি মাসে ১ লাখ টাকার চার্জবিহীন পন্য কেনা যাবে!তবে নির্ধারিত এই অ্যামাউন্টের বেশি হলে চার্জ কাটা হবে।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র, সিরাজুল ইসলাম বলেন, দিনে ১ হাজার টাকা পর্যন্ত উত্তোলন করলে সেক্ষেত্রে ক্যাশ আউটের চার্জ লাগবে না।কেনাকাটার জন্যও এটা প্রযোজ্য।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে এমন বিজ্ঞপ্তি সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, এমএফএস সেবাদাতাসহ সকল পেমেন্ট সেবাদাতাদের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে লেনদেনের ব্যাংক, এটিএম, পস ও এজেন্ট পয়েন্টগুলোতে নিয়মিভাবে জীবাণুমুক্ত ও হ্যান্ড স্যানিটাইজার রাখতে বলা হয়েছে এবং সরকার ঘোষিত স্বাস্থ্যবিধিসমুহ মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।
করোনা প্রতিরোধে গ্রাহকদের স্বাস্থ্যগত ঝুঁকির ব্যাপারেও সচেতন করার জন্য উদ্যোগ নিতে বলা হয়েছে।