যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়। এ উপলক্ষ্যে আজ শনিবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজম কর্তৃক সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এর পরবর্তীতে সকাল ১০ টা ৩০ মিনিটে শোভাযাত্রা সহকারে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রম ক্লাব ও ছাত্রদের বিভিন্ন সংগঠন পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে।
এছাড়াও বিকালে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এর আগে যথাযথ মর্যাদায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতীয় গণহত্যা দিবস উদযাপন করা হয়। এ লক্ষ্যে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলিত করা হয় এবং শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত (নিষ্প্রদীপ করণ) কর্মসূচি পালন করা হয়। রাত ৯টায় মুহূর্তেই নেভানো হয় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের সকল ভবন ও স্থাপনার সব আলো এবং প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আরো দেখুন,
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উদযাপন
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় অবদান রাখবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ দিবস
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত হলেন ড. মোঃ ফখরুল ইসলাম
যাত্রা শুরু করলো রবীন্দ্র ইউনিভার্সিটি স্পোর্টস এসোসিয়েশন
বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সকল তথ্য এবং ভর্তি প্রস্তুতি এখন একটি প্লাটফর্মেই